গত কয়েকদিনের স্বস্তির পর আবারও দক্ষিণবঙ্গবাসীকে সামলাতে হচ্ছে ভ্যাপসা গরম। ঝড়বৃষ্টির পর গরম কিছুটা কমলেও, ফের একবার পারদ চড়েছে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী কয়েকদিন চলবে এই অস্বস্তিকর গরম। এরই মধ্যে ছয়টি জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।
তাপপ্রবাহের সতর্কতা জারি ছয় জেলায়
আবহাওয়া দফতরের মতে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আগামী কয়েকদিন তাপপ্রবাহ চলতে পারে। পারদ থাকবে অনেকটা ওপরে, আর্দ্রতাও বেশি থাকবে, ফলে অস্বস্তি আরও বাড়বে। গরমের দাপটে জনজীবনেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
তবে আশার কথা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমে রবিবার ও সোমবার বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়েরও সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গে এখনও বৃষ্টি বজায়
অন্যদিকে, উত্তরবঙ্গে কিছু জেলায় এখনো কিছুটা স্বস্তি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমাণ হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আগামী শনিবার ও রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে, সতর্কতা জারি করা হয়েছে।
সারা রাজ্যেই গরমের প্রকোপ এখন চরমে। কিছু জেলায় বৃষ্টির ইঙ্গিত থাকলেও তা খুব একটা স্বস্তি দেবে না বলেই মত আবহাওয়াবিদদের। ফলে এখনই সাবধান হওয়ার সময়—প্রচুর জল খাওয়া, রোদে কম বেরোনো এবং আবহাওয়ার আপডেট নজরে রাখা জরুরি।