TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

গরমে নাভিশ্বাস, হাওয়া অফিসের নতুন সতর্কতা! জানুন আপনার জেলার আবহাওয়ার আপডেট

বাঁকুড়া থেকে বীরভূম, কোথায় জ্বলবে আগুন আর কোথায় নামবে বৃষ্টি? জানুন আজকের আবহাওয়ার হালচাল।

Debapriya Nandi Sarkar

গত কয়েকদিনের স্বস্তির পর আবারও দক্ষিণবঙ্গবাসীকে সামলাতে হচ্ছে ভ্যাপসা গরম। ঝড়বৃষ্টির পর গরম কিছুটা কমলেও, ফের একবার পারদ চড়েছে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী কয়েকদিন চলবে এই অস্বস্তিকর গরম। এরই মধ্যে ছয়টি জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

তাপপ্রবাহের সতর্কতা জারি ছয় জেলায়

আবহাওয়া দফতরের মতে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আগামী কয়েকদিন তাপপ্রবাহ চলতে পারে। পারদ থাকবে অনেকটা ওপরে, আর্দ্রতাও বেশি থাকবে, ফলে অস্বস্তি আরও বাড়বে। গরমের দাপটে জনজীবনেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

তবে আশার কথা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমে রবিবার ও সোমবার বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়েরও সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

উত্তরবঙ্গে এখনও বৃষ্টি বজায়

অন্যদিকে, উত্তরবঙ্গে কিছু জেলায় এখনো কিছুটা স্বস্তি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমাণ হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আগামী শনিবার ও রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে, সতর্কতা জারি করা হয়েছে।

সারা রাজ্যেই গরমের প্রকোপ এখন চরমে। কিছু জেলায় বৃষ্টির ইঙ্গিত থাকলেও তা খুব একটা স্বস্তি দেবে না বলেই মত আবহাওয়াবিদদের। ফলে এখনই সাবধান হওয়ার সময়—প্রচুর জল খাওয়া, রোদে কম বেরোনো এবং আবহাওয়ার আপডেট নজরে রাখা জরুরি।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।