মৃণাল ঠাকুরের নতুন ফটোশুটে ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়, সাদা-কালো ছবিতে মূর্ত হলেন মৃণাল ঠাকুর। ইনস্টাগ্রামে তাঁর সর্বশেষ ফটোশুটের ঝলক দেখে ভক্তরা যেন মোহিত। ক্যাপশনে লেখা ছিল— “Unscripted moments”। মুহূর্তের সেই অকপটতা ও স্বতঃস্ফূর্ততা যেন প্রতিটি ছবিতেই ধরা পড়েছে।
ছবির অনবদ্য রূপ
এই ফটোশুটে মৃণালকে দেখা গিয়েছে কালো টপ এবং হাই-ওয়েস্ট ডেনিমে। পাশাপাশি পরেছিলেন একটি ক্রপড অফ-শোল্ডার জ্যাকেট। চুল খোলা অবস্থায় তাঁর অভিব্যক্তি আরও প্রাণবন্ত লেগেছে। সাদা-কালো রঙের ব্যবহার ছবিগুলিকে দিয়েছে ভিন্ন মাত্রা— যেখানে সাজগোজ নয়, বরং মুখের অভিব্যক্তিই হয়ে উঠেছে মূল আকর্ষণ।
ভক্তরা ছবিগুলিকে বলেছেন “timeless” এবং “effortlessly glamorous”। সরল অথচ মনোমুগ্ধকর এই মুহূর্তগুলিই ফটোশুটের মূল আবেদন।
কাজের সাম্প্রতিক ও আগামী দিক
অভিনেত্রীকে সম্প্রতি দেখা গিয়েছে ‘Son of Sardaar 2’ ছবিতে। বিজয় কুমার অরোরার পরিচালনায় নির্মিত এই অ্যাকশন-কমেডি ছবিতে তাঁর সঙ্গে ছিলেন অজয় দেবগন, রবি কিশন, সঞ্জয় মিশ্র, নীরু বাজওয়া, দীপক ডোবরিয়াল, চাঙ্কি পাণ্ডে ও মুকুল দেব প্রমুখ।
আগামী দিনে মৃণালের ব্যস্ততা আরও বাড়তে চলেছে একাধিক বড় প্রোজেক্ট নিয়ে।
- ‘Hai Jawani Toh Ishq Hona Hai’ ছবিতে তাঁকে দেখা যাবে বরুণ ধাওয়ান ও পূজা হেগড়ের সঙ্গে। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে।
- অন্যদিকে, ‘Dacoit’ নামের একটি অ্যাকশন থ্রিলার ছবিতেও তিনি মুখ্য ভূমিকায় থাকছেন, যেখানে তাঁর সহ-অভিনেতা অদ্বি শেশ। এই ছবিটি দ্বিভাষিক— হিন্দি ও তেলুগু— এবং এটি মুক্তি পাবে ২০২৫ সালের বড়দিনে।
শিল্পীসুলভ ছোঁয়া
মৃণালের এই ফটোশুট প্রমাণ করছে যে তিনি কেবল পর্দার অভিনেত্রী নন, বরং শিল্পীসুলভ দৃষ্টিভঙ্গি দিয়েও নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করতে সক্ষম। সাদা-কালো ছবির মাধ্যমে তাঁর এক অন্যরকম স্বচ্ছন্দ ও অকপট দিক উঠে এসেছে, যা ভক্তদের আরও কাছে টেনে এনেছে।