TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Boarding Station বদল নিয়ে নতুন নিয়ম IRCTC রেলের বড় ঘোষণা

যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত নিলেন IRCTC, রেল ভ্রমণ আরও সহজ করতে অনলাইন টিকিট বুকিং-এ যুক্ত হয়েছে এক নতুন সুবিধা। এবার…

যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত নিলেন IRCTC, রেল ভ্রমণ আরও সহজ করতে অনলাইন টিকিট বুকিং-এ যুক্ত হয়েছে এক নতুন সুবিধা। এবার যাত্রীরা ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে পর্যন্ত Boarding Station বদলাতে পারবেন। আগে এই সময়সীমা ছিল ২৪ ঘণ্টা। নতুন নিয়ম চালু হওয়ার ফলে অনেক যাত্রী স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

Boarding Station বদল নিয়ে নতুন নিয়ম IRCTC রেলের বড় ঘোষণা

কখন ফেরত মিলবে টাকা?

নতুন নিয়ম অনুযায়ী, যাত্রা শুরুর ২৪ ঘণ্টার মধ্যে Boarding Station বদল করলে সাধারণ পরিস্থিতিতে কোনও Refund পাওয়া যাবে না। তবে কিছু বিশেষ ক্ষেত্রে যেমন—ট্রেন বাতিল হলে, কোচ জুড়তে না পারলে, বা ট্রেন ৩ ঘণ্টার বেশি দেরি করলে—যাত্রী Refund পাওয়ার অধিকারী হবেন।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

Boarding Station বদলানোর পর কী নিয়ম?

যদি কেউ নিজের Boarding Station পরিবর্তন করেন, তাহলে তিনি আর আগের Station থেকে ওঠার অধিকার হারাবেন। কেউ যদি অনুমতি ছাড়াই পুরনো Station থেকে ট্রেনে ওঠেন, তবে তাঁকে অতিরিক্ত ভাড়া ও জরিমানা দিতে হতে পারে।

Boarding Station বদল নিয়ে নতুন নিয়ম IRCTC রেলের বড় ঘোষণা

কোথায় পরিবর্তন করা যাবে না?

IRCTC জানিয়েছে, কিছু ক্ষেত্রে Boarding Station পরিবর্তন সম্ভব নয়। যেমন—

  • টিকিট যদি Seized হয়,
  • VIKALP option PNR-এ বুক করা টিকিট হলে,
  • I-Ticket হলে,
  • অথবা Current Booking-এর ক্ষেত্রে।

এই সব পরিস্থিতিতে যাত্রীরা অনলাইনে কোনও পরিবর্তন করতে পারবেন না।

Boarding Station বদল নিয়ে নতুন নিয়ম IRCTC রেলের বড় ঘোষণা

আরও একবার পরিবর্তনের সুযোগ

যাত্রীরা যদি টিকিট বুক করার সময়ই Boarding Station পরিবর্তন করে থাকেন, তবে আরও একবার Station পরিবর্তনের সুযোগ পাবেন। এই সুবিধা পাওয়া যাবে Booked Ticket History সেকশনে গিয়ে।

কিভাবে পরিবর্তন করবেন Boarding Station?

যাত্রীদের জন্য পুরো প্রক্রিয়াটি সহজ করা হয়েছে। ধাপগুলি হলো—

  1. নিজের IRCTC Account-এ Login করুন।
  2. যান My Account → My Transactions → Booked Ticket History-এ।
  3. নির্দিষ্ট টিকিট নির্বাচন করে Change Boarding Point-এ ক্লিক করুন।
  4. নতুন Station বেছে নিয়ে Confirm করুন।
  5. সফল হলে Screen-এ Success Message আসবে এবং SMS-এ আপডেট জানানো হবে।

এই নতুন নিয়ম যাত্রীদের যাত্রাপথ আরও সুবিধাজনক করে তুলবে। শহর বা কর্মসূত্রে Station পরিবর্তনের প্রয়োজন হলে যাত্রীরা এখন সহজেই অনলাইনে তা করতে পারবেন। তবে নিয়ম ভঙ্গ করলে জরিমানা ও সমস্যায় পড়তে হতে পারে।

IRCTC Update: Passengers Can Now Change Boarding Station Online Up to 4 Hours Before Departure

About Author