বৈশাখে গরমের তাণ্ডব এবার চরমে। কয়েকদিন আগেও যে আকাশে মেঘ ছিল, সেই দুর্যোগ কেটে যাওয়ার পর আবার আগুন ঝরাতে শুরু করেছে রোদের তেজ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তবে এই গরমের মধ্যেই মিলতে পারে কিছুটা স্বস্তি—আজ পাঁচটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের ৬ জেলায় তাপপ্রবাহ চলবে
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পুরুলিয়ায় তাপপ্রবাহ চলবে। দুপুরের দিকে তাপমাত্রা ৩৮ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে। এই জেলাগুলিতে ১১টার পর বাইরে বেরোনো বেশ বিপজ্জনক হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেছে দফতর।
অন্য জেলাগুলোতেও তীব্র গরম, জারি হলুদ সতর্কতা
কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদেও অস্বস্তিকর গরম থাকবে। এখানেও তাপমাত্রা থাকবে ৩৭ থেকে ৩৮ ডিগ্রির আশেপাশে। তাই সব জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা।
৫ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, বইতে পারে ঘণ্টায় ৫০ কিমির হাওয়া
তবে এক চিলতে স্বস্তির খবর রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া—এই পাঁচটি জেলায় আজ বিকেলের দিকে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গেও মিলবে বৃষ্টির ছোঁয়া
উত্তরবঙ্গের উপরের জেলাগুলো—দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০–৫০ কিমি গতিতে। তবে মালদা ও উত্তর দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।