কাশ্মীর সীমান্তে কয়েকদিনের টানা সংঘর্ষের পর যুদ্ধবিরতি হয়েছে ঠিকই, কিন্তু কারজন্য সম্ভব হলনেই যুদ্ধ বিরতি? এই কৃতিত্বের দাবি করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, তিনি মধ্যস্থতা করেই এই যুদ্ধ থামিয়েছেন। এমনকি, ট্রাম্প আরো দাবি করেন যে, তিনি নাকি “পরমাণু যুদ্ধও” ঠেকিয়েছেন ভারত-পাকিস্তানের মধ্যে!
সোজা সাপটা জবাব দিল ভারত
ট্রাম্পের এই বক্তব্য ঘিরে ভারতের বিদেশমন্ত্রক দ্রুত প্রতিক্রিয়া জানায়। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, যুদ্ধবিরতির পেছনে কোনও মার্কিন ভূমিকা নেই। ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর চাপে পড়েই পাকিস্তান গুলি বন্ধ করতে বাধ্য হয়েছে। তিনি আরও জানান, “কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, তৃতীয় কোনও পক্ষের এখানে জায়গা নেই।”
ভারতের সামরিক জবাবেই পিছু হটেছে পাকিস্তান
ভারত জানিয়ে দেয়, এই যুদ্ধবিরতির পেছনে না কোনও হুমকি, না কূটনৈতিক চাপ কাজ করেছে। শুধু ভারতীয় সেনার টার্গেটেড অপারেশনই পাকিস্তানের হামলা ঠেকিয়েছে। ট্রাম্পের দাবিকে তাই কার্যত পাত্তাই দিচ্ছে না ভারত।