পাঞ্জাবের মাজিঠায় বিষমদ কাণ্ডের শিকড় খুঁজে বার করল পুলিশ। পুলিশ তদন্তে জানা যায়, এই শিকড় দিল্লী পর্যন্ত বিস্তৃত। তদন্ত চালিয়ে পাঞ্জাব পুলিশের অমৃতসর রুরাল ইউনিট দিল্লির মডেল টাউন এলাকা থেকে গ্রেপ্তার করেছে দু’জনকে। তাদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে এই বিষমদ কাণ্ডে।
হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস, মিলল গুরুত্বপূর্ণ সূত্র
তদন্তে উঠে এসেছে, মূল অভিযুক্ত সাহিব সিংহের নাম। জানা যায় তিনি নিয়মিত যোগাযোগ রাখত দিল্লির রিশভ জৈনের সঙ্গে। হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেঁটে পুলিশ জানতে পেরেছে, রিশভের কাছ থেকেই সাহিব সিংহ একটি কনসাইনমেন্ট পেয়েছিল। সেই সামগ্রী দিয়েই তৈরি হয়েছিল বিষাক্ত মদ, যা পাঞ্জাবের নানা জায়গায় ছড়িয়ে পড়ে।
বিএনএস ও আবগারি আইনে মামলা, চলছে বড়সড় তদন্ত
এই ঘটনায় ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির পাশাপাশি আবগারি আইনে মামলা রুজু করেছে পাঞ্জাব পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই এই বিষমদ কাণ্ডের রহস্য গোড়া থেকে নির্মূল হবে বলে জানিয়েছে পাঞ্জাব পুলিশ।
DGP Punjab tweets, “…Amritsar Rural Police arrests two persons from Model Town, Delhi in connection with the spurious liquor case in Majitha, Amritsar. One of the main accused, Sahib Singh was in contact with Rishabh Jain, as revealed through his WhatsApp chat history. It is… pic.twitter.com/9b3hhumXzG
— ANI (@ANI) May 14, 2025