১৩ই মে, শোপিয়ান জেলার কেলার জঙ্গলে গোপন সূত্রে খবর পেয়ে এক বিশেষ অভিযান চালায় ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনী। শুরু হয় দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াই। সেই সময় এনকাউন্টারে খতম করা হয় তিন কুখ্যাত জঙ্গিকে, যার মধ্যে একজন ছিল লস্কর-ই-তইবা ও TRF-এর স্থানীয় কমান্ডার।
নাশকতার ছক বানচাল, উদ্ধার ভারী অস্ত্র
জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক AK সিরিজ রাইফেল, অসংখ্য গুলি, হ্যান্ড গ্রেনেড এবং যুদ্ধের জন্য ব্যবহৃত নানা সরঞ্জাম। তদন্তকারীরা বলছেন, এই তিনজন সম্প্রতি কাশ্মীর উপত্যকায় বেশ কয়েকটি জঙ্গি হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিল।
সেনাবাহিনীর নিখুঁত অভিযানে সাফল্য
এই অভিযান যে নিখুঁত পরিকল্পনা ও সমন্বয়ের ফল, তা স্পষ্ট ভাষায় জানিয়েছে ভারতীয় সেনা। সেনাবাহিনী আরও বলেছে—কাশ্মীরে শান্তি নষ্টের যে কোনও চেষ্টা তারা কঠোর হাতে দমন করবে। দেশবিরোধী শক্তির বিরুদ্ধে তাদের অভিযান চলছে চলবেই।
Operation Keller | Based on inputs by intelligence agencies about presence of terrorists in the Keller Forest of Shopian District, J&K, a joint operation was launched by Indian Army, J&K Police and CRPF on 13 May 2025, resulting in neutralisation of three hardcore terrorists… pic.twitter.com/0YhSuHWNiU
— ANI (@ANI) May 14, 2025