প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবার যে সিদ্ধান্ত নিল, তা সত্যিই ভারতীয় প্রযুক্তি শিল্পের ভবিষ্যতের চেহারাই বদলে দিতে পারে। উত্তরপ্রদেশের ইয়েইডা (YEIDA) অঞ্চলে গড়ে উঠতে চলেছে একটি অত্যাধুনিক সেমিকন্ডাক্টর ইউনিট। কেন্দ্রের এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
৩৭০০ কোটি টাকার প্রকল্প, তৈরি হবে হাই-এন্ড চিপ
এই প্রকল্পে প্রায় ৩,৭০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এখানে তৈরি হবে ডিসপ্লে ড্রাইভার চিপ, যা মোবাইল ফোন, ল্যাপটপ, গাড়ি এবং অন্যান্য স্মার্ট ডিভাইসে ব্যবহৃত হয়। ভারতের মাটিতেই এইসব চিপ তৈরি হওয়ায় আমদানি নির্ভরতা অনেকটাই কমবে।
আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে চলেছে দেশ
যোগী আদিত্যনাথ তাঁর টুইটে লেখেন, “এই সেমিকন্ডাক্টর ইউনিট আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ। ভারত এখন সেমিকন্ডাক্টর উৎপাদনে বিশ্ব নেতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছে। আর উত্তরপ্রদেশ হয়ে উঠছে হাই-এন্ড ইলেকট্রনিকস ও প্রযুক্তি নির্মাণের অন্যতম কেন্দ্র।”
কেন এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ?
বর্তমানে গোটা বিশ্বে সেমিকন্ডাক্টর চিপের চাহিদা আকাশছোঁয়া। চিপ ছাড়া স্মার্টফোন থেকে শুরু করে গাড়ি, এমনকি রেফ্রিজারেটরও চলে না। তাই এই কারখানা শুধু উত্তরপ্রদেশ নয়, গোটা ভারতের অর্থনীতির জন্য এক বিরাট পরিবর্তনের সূচনা।
Uttar Pradesh CM Yogi Adityanath tweets “Under the leadership of PM Modi, the Union Cabinet has approved the establishment of a semiconductor unit in Uttar Pradesh’s Yamuna Authority region (YEIDA) – a historic step towards ‘Atmanirbhar Bharat’. With an investment of Rs 3,700… pic.twitter.com/Kyba2dgmah
— ANI (@ANI) May 14, 2025