TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

উত্তরপ্রদেশে ৩৭০০ কোটির চিপ কারখানা! কার নেতৃত্বে বদলে যাচ্ছে ভারতের ভবিষ্যৎ?

মোবাইল-গাড়ির জন্য চিপ তৈরি হবে এবার উত্তরপ্রদেশে! ইয়েইডা অঞ্চলে বসছে হাজার কোটি টাকার সেমিকন্ডাক্টর ইউনিট। আত্মনির্ভর ভারতের পথে আরেক বড় পদক্ষেপ নিল কেন্দ্র।

Debapriya Nandi Sarkar

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবার যে সিদ্ধান্ত নিল, তা সত্যিই ভারতীয় প্রযুক্তি শিল্পের ভবিষ্যতের চেহারাই বদলে দিতে পারে। উত্তরপ্রদেশের ইয়েইডা (YEIDA) অঞ্চলে গড়ে উঠতে চলেছে একটি অত্যাধুনিক সেমিকন্ডাক্টর ইউনিট। কেন্দ্রের এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

৩৭০০ কোটি টাকার প্রকল্প, তৈরি হবে হাই-এন্ড চিপ

এই প্রকল্পে প্রায় ৩,৭০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এখানে তৈরি হবে ডিসপ্লে ড্রাইভার চিপ, যা মোবাইল ফোন, ল্যাপটপ, গাড়ি এবং অন্যান্য স্মার্ট ডিভাইসে ব্যবহৃত হয়। ভারতের মাটিতেই এইসব চিপ তৈরি হওয়ায় আমদানি নির্ভরতা অনেকটাই কমবে।

আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে চলেছে দেশ

যোগী আদিত্যনাথ তাঁর টুইটে লেখেন, “এই সেমিকন্ডাক্টর ইউনিট আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ। ভারত এখন সেমিকন্ডাক্টর উৎপাদনে বিশ্ব নেতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছে। আর উত্তরপ্রদেশ হয়ে উঠছে হাই-এন্ড ইলেকট্রনিকস ও প্রযুক্তি নির্মাণের অন্যতম কেন্দ্র।”

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

কেন এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ?

বর্তমানে গোটা বিশ্বে সেমিকন্ডাক্টর চিপের চাহিদা আকাশছোঁয়া। চিপ ছাড়া স্মার্টফোন থেকে শুরু করে গাড়ি, এমনকি রেফ্রিজারেটরও চলে না। তাই এই কারখানা শুধু উত্তরপ্রদেশ নয়, গোটা ভারতের অর্থনীতির জন্য এক বিরাট পরিবর্তনের সূচনা।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।