TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

দমদম স্টেশনে হঠাৎ বিকট আওয়াজ! আতঙ্কে যাত্রীরা, থমকে গেল ট্রেন চলাচল

দমদম স্টেশনে আচমকা দুর্ঘটনা, ট্র্যাক থেকে নেমে গেল বনগাঁ লোকাল। ঝাঁকুনিতে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ায় ব্যাপক ভোগান্তি।

Debapriya Nandi Sarkar

আজ বুধবার দুপুরে কলকাতার দমদম স্টেশনে ঘটে গেল এক রেল দুর্ঘটনা। শিয়ালদহগামী বনগাঁ লোকাল আচমকা লাইনচ্যুত হয়ে পড়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের সামনেই। সময় তখন ১২টা ১১ মিনিট।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

বিকট আওয়াজ, প্রবল ঝাঁকুনি

রেল সূত্রে খবর, ট্রেনটি স্টেশনে ঢোকার মুখে আচমকাই প্রবল ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। মুহূর্তের মধ্যে বিকট আওয়াজ করে থেমে যায় বনগাঁ লোকাল। দেখা যায়, ট্রেনের একটি চাকা ট্র্যাক থেকে নেমে গিয়েছে। এর ফলে সৃষ্টি হয় চরম আতঙ্কের।

অক্ষত কিন্তু আতঙ্কিত যাত্রীরা

ভাগ্যক্রমে গতি কম থাকায় কেউ আঘাত পাননি, তবে প্রবল শব্দ আর ঝাঁকুনিতে যাত্রীরা আতঙ্কে চিৎকার করে উঠেছিলেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেলের ইঞ্জিনিয়াররা। সঙ্গে সঙ্গে আসে অ্যাকশন রিলিফ ট্রেনও।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

থমকে গেল একের পর এক ট্রেন

ঘটনার প্রভাবে তাৎক্ষণিকভাবে দমদম ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে যায় হাসনাবাদ লোকাল। বিরাটিতে থামে গোবরডাঙা লোকাল, আর মধ্যমগ্রামে দাঁড়িয়ে যায় পরবর্তী বনগাঁ লোকাল। প্রায় দেড় ঘণ্টা ধরে বন্ধ থাকে ট্রেন চলাচল, যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

রেল দফতরের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা থাকলেও তদন্ত চলছে। কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই দুর্ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল রেল নিরাপত্তা নিয়ে—যাত্রীদের প্রাণ রক্ষায় আরও কড়া পদক্ষেপ কি নেবে রেল দফতর?

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।