পশ্চিমবঙ্গের চাকরি কেলেঙ্কারিতে ইতিমধ্যেই কর্মহীন হয়ে পড়েছেন SSC-র গ্রুপ C ও D বিভাগে ২৬ হাজার সরকারি কর্মী। নিয়োগে দুর্নীতির অভিযোগে আদালতের নির্দেশে তাঁদের চাকরি চলে গিয়েছে, বন্ধ হয়েছে বেতনও। শিক্ষক-শিক্ষিকাদের বেতন চালু থাকলেও, এই গ্রুপ C ও D কর্মীরা পড়ে ছিলেন একেবারে অসহায় অবস্থায়। এবার তাদের জন্য বিরাট ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি সেই ঘোষণা? জানুন এই প্রতিবেদনে
মাসিক অনুদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
আজ, বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, রাজ্য সরকার গ্রুপ C ও D কর্মীদের জন্য বিশেষ এক প্রকল্প চালু করছে। এই প্রকল্পের অধীনে গ্রুপ C কর্মীরা প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ D কর্মীরা ২০ হাজার টাকা করে অনুদান পাবেন।
নতুন প্রকল্প: ‘লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিওরিটি’
মমতা জানালেন, “যতদিন না আদালতে চূড়ান্ত রায় আসে, ততদিন এই প্রকল্প চালু থাকবে। রাজ্যের শ্রম দপ্তরের অধীনে ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিওরিটি’ নামে একটি প্রকল্প গঠন করা হয়েছে। এর আওতায় এপ্রিল ২০২৫ থেকে এই অনুদান চালু হচ্ছে।”
ক্ষোভ উগরে দিলেন মমতা
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “কথায় কথায় পিল খায় সব! খেতে দিচ্ছে না, উল্টে মানুষকে কিল মারছে বাংলায়। আদালতের নির্দেশে চাকরি না থাকায় সংসার চালানো অসম্ভব হয়ে উঠেছে। তাই বাধ্য হয়েই আমরা এই অনুদানের সিদ্ধান্ত নিয়েছি।”
প্রথম থেকে ছিল পরিকল্পনা, আজ বাস্তবায়ন
প্রসঙ্গত, গত এপ্রিলেই মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে এই অনুদানের কথা জানিয়েছিলেন মমতা। তখনও টাকা দেওয়ার অঙ্ক ছিল একই, যদিও অনেক কর্মী আরও পাঁচ হাজার টাকা বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে আজ মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, ২৫ ও ২০ হাজার টাকাই দেওয়া হবে।
কারা পাবেন এই সুবিধা?
এই প্রকল্পের সুবিধা পাবেন শুধুমাত্র সেই গ্রুপ C ও D কর্মীরা, যাঁরা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন এবং এখন বেতন পাচ্ছেন না। শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্র আলাদা, তাঁদের এখনও বেতন দেওয়া হচ্ছে।