ভারতে অ্যাপল পণ্যের উৎপাদন বন্ধ করার কথা সরাসরি অ্যাপল সিইও টিম কুককে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার কাতারের দোহায় এক বক্তৃতায় তিনি জানান, “আমি শুনছি আপনি ভারতে যাচ্ছেন। আমি চাই না আপনি ভারতে কিছু তৈরি করুন।”
“ভারত নিজের দেখভাল করতে পারে”—ট্রাম্প
ট্রাম্প আরও বলেন, “ভারত নিজে নিজেদেরটা বুঝে নিতে পারবে। ওরা ভালভাবেই চলছে।” তাঁর দাবি, ভারতে পণ্য বিক্রি করা কঠিন, কারণ দেশটি বিশ্বের অন্যতম বেশি শুল্ক আরোপকারী দেশ।
অ্যাপলের তৈরি পণ্যের সিংহভাগ এখনও চিনে
বর্তমানে অ্যাপলের প্রায় ২০% আইফোন ভারতে তৈরি হয়। যদিও আইপ্যাড, ম্যাকবুকের মতো অধিকাংশ পণ্য এখনও চিনেই তৈরি হচ্ছে। ট্রাম্পের বক্তব্য, ভারত বা অন্য দেশ নয়, অ্যাপলের পণ্য তৈরির স্থান হওয়া উচিত আমেরিকাই।
ভারত-মার্কিন বাণিজ্য নিয়ে টানাপোড়েন
আগেও ট্রাম্প ভারতের বিরুদ্ধে চড়া শুল্ক আরোপের অভিযোগ তুলেছেন। গত বছর ভারতীয় পণ্যের উপর ২৬% আমদানি শুল্ক ঘোষণা করেছিলেন তিনি, যদিও পরে তা স্থগিত রাখেন। সম্প্রতি আবার ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির আলোচনা শুরু হয়েছে।
ভারত-পাকিস্তান উত্তেজনায়ও মুখ খুলেছিলেন ট্রাম্প
ভারত-পাক সংঘাত নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন ট্রাম্প। বলেছিলেন, “দু’দেশকে জানিয়েছিলাম—সংঘর্ষ চললে বাণিজ্য বন্ধ।” যদিও ভারতের বিদেশমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ওই সময় কোনও আলোচনায় বাণিজ্যের প্রসঙ্গই আসেনি।