শুধু কলকাতা নয়, গোটা বাংলার শহরে এক পরিচিত দৃশ্য, সেটা হলো ফুটপাথ দখল করে চলছে দোকানপাট, হকারি। এর ফলে পথচলা অসম্ভব হয়ে পড়ে সাধারণ মানুষের। সেই দীর্ঘদিনের সমস্যারই এবার সুরাহার পথে এক বড় পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত।
সংবিধানেই অধিকার, বলল শীর্ষ আদালত
বুধবার বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে—ফুটপাথ ব্যবহার করা পথচারীদের সংবিধানের ২১ অনুচ্ছেদে স্বীকৃত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তিরস্কার করে আদালতের কড়া মন্তব্য, “রাস্তার পাশে নিরাপদভাবে হাঁটার মতো ফুটপাথ নেই, এটা একেবারেই অগ্রহণযোগ্য।”
বাংলা-সহ সব রাজ্যকে নির্দিষ্ট ডেডলাইন
ফুটপাথ দখলমুক্ত করার জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নিজস্ব নির্দেশিকা তৈরি করতে বলেছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে—দুই মাসের মধ্যে পথচারীদের অধিকারের সংরক্ষণের বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে আদালতে।
প্রতিবন্ধীদের জন্য বিশেষ নজর
বেঞ্চ আরও বলেছে, ফুটপাথ তৈরি করতে হবে এমনভাবে যাতে প্রতিবন্ধী ব্যক্তিরাও সহজে ব্যবহার করতে পারেন। শুধুমাত্র হাঁটার পথ নয়, এই ফুটপাথ হবে সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করার এক মাধ্যম।
গড়িমসিতে আর সময় নয়
জাতীয় সড়ক নিরাপত্তা বোর্ড গঠন নিয়েও এবার আর সময় নষ্ট নয়। ছয় মাসের মধ্যে এই বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালত বলেছে, “এটি বাধ্যতামূলক, সময় দেওয়া হয়েছে, এবার ফল চাই।”
সারাদেশে একই ছবি, বলছে আবেদন
আদালতে জমা পড়া আবেদনে দাবি করা হয়েছে, শুধু রাজধানী নয়, দেশের বহু শহরে ফুটপাথ দখল হয়ে আছে। লোকজন বাধ্য হচ্ছেন গাড়ির রাস্তা দিয়ে হাঁটতে, যা প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। অথচ স্থানীয় প্রশাসন কার্যত নীরব।