এই গ্রীষ্মে পশ্চিমবঙ্গের যাত্রীদের জন্য দারুণ খবর নিয়ে এল ভারতীয় রেল। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, রাজ্যের অন্যতম ব্যস্ততম রুট হাওড়া-কাটোয়া লাইনে এবার চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন পরিষেবা। দীর্ঘদিন ধরে এই রুটে অসংখ্য যাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতায়াত করেন। এবার সেই যাত্রা হবে অনেক আরামদায়ক ও স্বস্তির।
কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত যাবে এই এসি ট্রেন?
এই এসি ইএমইউ লোকাল ট্রেনটি চলবে হাওড়া থেকে কাটোয়া পর্যন্ত। মোট দূরত্ব প্রায় ১৪৪ কিলোমিটার, যা অতিক্রম করতে সময় লাগবে আনুমানিক ৩ ঘণ্টা।
কোন কোন স্টেশনে থামবে ট্রেনটি?
এই এসি ট্রেনটি যাত্রাপথে থামবে মোট ৪৪টি স্টেশনে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু স্টেশন হল—
- ব্যান্ডেল জংশন
- নবদ্বীপ ধাম
- অম্বিকা কালনা
- চুঁচুড়া
- শ্রীরামপুর
- বৈদ্যবাটি
- বালি
- হিন্দ মোটর
- উত্তরপাড়া
- কুন্তিঘাট
- সমুদ্রগড়
- বাঘনাপাড়া
এই সমস্ত স্টেশনের যাত্রীদের জন্য এটি অত্যন্ত উপকারী হতে চলেছে।
কতজন যাত্রী উঠতে পারবেন?
এই এসি ট্রেনটিতে মোট ১২টি কোচ থাকবে। এর মধ্যে বসার আসন থাকবে ১,১১৬টি। পাশাপাশি দাঁড়িয়ে প্রায় ৩,৮০০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। অর্থাৎ মোট কয়েক হাজার যাত্রীর জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে চলেছে এই এসি লোকাল।
ভাড়া কত হবে?
রেলমন্ত্রকের তরফে এই ট্রেনের নির্দিষ্ট ভাড়া এখনো জানানো হয়নি। তবে সাধারণত, এসি লোকাল ট্রেনের ভাড়া কিছুটা বেশি হয়ে থাকে। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।
কবে থেকে চালু?
এই মুহূর্তে ট্রেন চালুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে রেল সূত্রে জানা গিয়েছে, সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। যে কোনো দিন ঘোষণা করে দিতে পারে রেল কর্তৃপক্ষ।
এই এসি লোকাল কীভাবে বদলে দেবে যাত্রীদের অভিজ্ঞতা?
হাওড়া-কাটোয়া রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। গ্রীষ্মকালে অত্যধিক ভিড় এবং গরমে হাঁসফাঁস অবস্থা হয় অনেকের। এই পরিস্থিতিতে এসি লোকাল ট্রেন পরিষেবা নিঃসন্দেহে যাত্রীদের জন্য স্বস্তির হাওয়া বয়ে আনবে। বিশেষ করে যারা প্রতিদিন অফিস বা পড়াশোনার জন্য এই রুটে যাতায়াত করেন, তাঁদের কাছে এটি এক বড় উপহার।