TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

মাত্র ৫০ টাকায় মিলবে বিদেশি বিয়ার! ভারত-UK চুক্তিতে মদপ্রেমীদের জন্য বিশাল সুখবর, পড়ুন বিস্তারিত

ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ২০০ টাকার ব্রিটিশ বিয়ার মিলবে মাত্র ৫০ টাকায়। হুইস্কি ও গাড়ির দামেও বড় পরিবর্তন আসছে। জেনে নিন বিস্তারিত।

Debapriya Nandi Sarkar

গরম পড়তেই বিয়ারের চাহিদা আকাশছোঁয়া। এবার সেই সুযোগেই মদপ্রেমীদের জন্য এল দারুণ খবর। ভারত-যুক্তরাজ্যের সদ্য সম্পন্ন হওয়া মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) ফলে ব্রিটিশ বিয়ারের ওপর শুল্ক কমে গেছে প্রায় অর্ধেক। আগে যেখানে আমদানি শুল্ক ছিল ১৫০ শতাংশ, এখন তা নেমে এসেছে ৭৫ শতাংশে। ফলে বহু জনপ্রিয় ব্রিটিশ বিয়ার ব্র্যান্ড যা আগে ২০০ টাকায় পাওয়া যেত, এখন সেটাই মিলবে মাত্র ৫০ টাকায়! শুধু বিয়ার নয়, স্কচ এবং হুইস্কির দামেও বড় রকম ছাড় এসেছে এই চুক্তির ফলে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

ভারতে বিয়ারের চাহিদা কতটা? 

বর্তমানে ভারতের বিয়ার বাজারের মূল্য প্রায় ৫০,০০০ কোটি টাকা। প্রতি বছর ৮-১০ শতাংশ হারে এই বাজার বাড়ছে। শহরের যুবসমাজের জীবনযাত্রার পরিবর্তনই এর পেছনে মূল কারণ। দক্ষিণ ভারতে কর্ণাটক, তামিলনাড়ু, কেরল; উত্তর ভারতে দিল্লি, চণ্ডীগড় ও গোয়ার মতো পর্যটনস্থলে বিয়ারের চাহিদা প্রবল।

আরও কী সস্তা হবে এই চুক্তিতে?

এই FTA শুধু বিয়ারেই নয়, ব্রিটেন থেকে আমদানি হওয়া গাড়ির দামও কমবে। একই সঙ্গে ভারত থেকে ব্রিটেনে রপ্তানি হওয়া চামড়া, বস্ত্রজাত পণ্যের শুল্কও কমাতে পারে ব্রিটেন। ফলে দুই দেশের মধ্যেকার ব্যবসায় নতুন দিশা খুলে যাচ্ছে। তবে এই চুক্তিতে ওয়াইনের উপর শুল্ক কমানো হয়নি।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

চূড়ান্ত সই এখনো বাকি

তিন বছরের আলোচনার পর চুক্তির খসড়া তৈরি হলেও এখনো আনুষ্ঠানিক স্বাক্ষর হয়নি। বাণিজ্য মন্ত্রকের আশা, আগামী তিন মাসের মধ্যেই আইনি ভাবে কার্যকর হবে এটি।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।