পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দার সোমবার চিন সফরে যাচ্ছেন। বেজিংয়ে চিন ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। মূল আলোচ্য বিষয়ের কেন্দ্রে রয়েছে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি। বিশেষত, ভারত-পাকিস্তান সম্পর্ক ও পহেলগাঁও জঙ্গি হামলার প্রভাব।
ভারতের ‘সমর্থক’ আফগানিস্তান, বাড়ছে কূটনৈতিক চাপ
এই বৈঠকের তৃতীয় পক্ষ আফগানিস্তান, যাকে ভারতের সমর্থক বলে দাবি করেছে পাকিস্তান। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ স্পষ্ট বলেছেন, এই সংঘর্ষে ভারতের পাশে কেবল আফগানিস্তান ও ইজরায়েল দাঁড়িয়েছে। সেই আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এবার চিনে একসঙ্গে বসবেন পাকিস্তানের মন্ত্রীর সঙ্গে।
পহেলগাঁও হামলার পর উত্তপ্ত পরিস্থিতি
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে জঙ্গিঘাঁটি ধ্বংস করে। পাল্টা হামলা করে পাকিস্তানও। টানা চারদিন সংঘর্ষের পর দুই দেশ ১০ মে শান্তিচুক্তিতে সম্মত হয়।
আন্তর্জাতিক নজরে বেজিং বৈঠক
চিন, রাশিয়া, আমেরিকা সহ একাধিক দেশ এই সংঘর্ষে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। এখন চিন-পাক-আফগান বৈঠকে ভারতের প্রসঙ্গ যে উঠবেই, তা নিয়ে নিশ্চিত আন্তর্জাতিক কূটনীতিকরা। বিশেষ করে জয়শঙ্কর-মুত্তাকি কথোপকথনের পর এই বৈঠক আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।