যুক্তরাজ্যে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলি কীভাবে চুপিচুপি প্রভাব বিস্তার করছে, সেটা নিয়ে বেশ কিছুদিন ধরেই উদ্বেগ বাড়ছিল গোয়েন্দা মহলে। এবার সেই আশঙ্কাকে গুরুত্ব দিয়ে সরাসরি কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিলেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই এমন একটি আইন আনা হচ্ছে, যা বিদেশি গোয়েন্দা সংস্থার এই গোপন কর্মকাণ্ডে মোক্ষম থাবা বসাবে।
অপরাধী থেকে ‘মিসফিট’— কাউকে ছাড় নয়
স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, “বিদেশি শক্তিগুলো ক্রমেই বেশি করে অপরাধী, ছদ্মবেশী গোষ্ঠী, সমাজবিরোধী এমনকি বেসরকারি গোয়েন্দাদের নিজেদের স্বার্থে কাজে লাগাতে চাইছে। কিন্তু আমরা এটা আর হতে দেব না।”নতুন আইনের অধীনে এই ধরনের সংযোগ স্থাপন করা কিংবা তাদের হয়ে কাজ করা বেআইনি বলে গণ্য হবে। দোষী প্রমাণিত হলে জেল-জরিমানা দুই-ই হবে কড়া।
দেশের ভিতরেই গোপন কাজ চালানো, আর নয়!
গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, বহু বিদেশি সংস্থা ব্রিটেনের ভেতরেই ‘প্রক্সি গ্রুপ’ বা ব্যক্তিদের দিয়ে তথ্য জোগাড়ের চেষ্টা চালাচ্ছে। তাদের লক্ষ্য, রাজনীতি থেকে শুরু করে ব্যবসা— সবকিছুতেই প্রভাব বিস্তার করা। নতুন আইন আসার পর এই ধরনের গুপ্তচরবৃত্তি একেবারে বন্ধ হয়ে যাবে বলে আশা সরকারের।
দেশের নিরাপত্তা আগে, সম্পর্ক পরে
বিদেশি সংস্থাগুলোর কার্যকলাপ নিয়ে বহুদিন ধরেই উদ্বেগ ছিল, তবে এবার সরকার সেই আশঙ্কাকে গুরুত্ব দিয়ে প্রকাশ্যে শক্ত অবস্থান নিল। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, “বিদেশি সম্পর্ক গুরুত্বপূর্ণ, তবে দেশের নিরাপত্তারসঙ্গে কোনও আপস করা হবে না।”
The Home Secretary has pledged to introduce new powers to ban foreign intelligence agencies seeking to recruit “criminals, proxy groups, misfits and private investigators” in the UK.
🔗 Read more https://t.co/9CXWZuz1co
— Sky News (@SkyNews) May 19, 2025