শনিবার সকাল দশটা নাগাদ হঠাৎই আতঙ্ক ছড়িয়ে পড়ে মেদিনীপুর শহরের পঞ্চুরচক এলাকায়, যেখানে একটি সুপারমার্কেটে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে দোকানের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।
জানা গিয়েছে, আগুনের সূত্রপাত হয় সুপারমার্কেটের একটি এয়ার কন্ডিশনার (এসি) থেকে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন মেদিনীপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু। তাঁরা গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন ও স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন।
আরোও পড়ুনঃ ধর্মীয় ভিড়ে মৃত্যু: গোয়ার যাত্রায় পদপিষ্ট হয়ে নিহত অন্তত ৭, আহত ৫০+
এই ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও মার্কেট চত্বরে বেশ কিছুটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে। দমকল বিভাগ সূত্রে জানা গেছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।