TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

মাঝ আকাশে Indigo বিমানে তাণ্ডব! প্রাণ হাতে নিয়েই ফিরলেন তৃণমূলের পাঁচ সাংসদ

কাশ্মীর সফরে যাওয়ার পথে মাঝ আকাশে ভয়াবহ দুর্যোগের কবলে পড়ল Indigo বিমান। ছিঁড়ে গেল বিমানের সামনের অংশ। মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূলের ৫ সাংসদ। কী ঘটেছিল সেই সময়?

Debapriya Nandi Sarkar

কাশ্মীরের উদ্দেশে রওনা দেওয়ার পথে ভয়ঙ্কর দুর্যোগের কবলে পড়ল একটি Indigo বিমান। তাতে ছিলেন তৃণমূলের পাঁচ সাংসদ—ডেরেক ও’ব্রায়েন, নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মানস ভুঁইয়া এবং মমতাবালা ঠাকুর। মাঝ আকাশে প্রবল ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের মধ্যে পড়ে বিমানের সামনের অংশ কার্যত উড়ে যায়।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

বিমানের সামনের অংশ ছিঁড়ে গেল, আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে

দিল্লি থেকে শ্রীনগরগামী Indigo 6E2142 বিমানটি প্রবল ঝাঁকুনিতে পড়ে। শিলাবৃষ্টির ধাক্কায় বিমানের নাকের অংশ তুবড়ে যায়, যার ছবি সামনে আসতেই আতঙ্ক আরও ছড়িয়েছে। বিমানটিতে ছিলেন মোট ২২৭ জন যাত্রী। বিমানের ভিতর যাত্রীদের চিৎকার, প্রার্থনা ও আতঙ্কের মুহূর্ত ভিডিওতে ধরা পড়েছে।

“মৃত্যুকে এত কাছ থেকে দেখিনি কখনও” — বললেন সাগরিকা ঘোষ

সাংসদ সাগরিকা ঘোষ বলেন, “মনে হচ্ছিল সব শেষ। সকলে চিৎকার করছিলেন, প্রার্থনা করছিলেন। চোখেমুখে ভয় ফুটে উঠেছিল। এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি।” তিনি বিমানচালককে ধন্যবাদ জানান, যাঁর দক্ষতায় সবাই প্রাণে বেঁচে ফিরলেন।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

সফল অবতরণ, তদন্তে নেমেছে সংস্থা

দুর্যোগের পরিস্থিতিতে পাইলট দ্রুত যোগাযোগ করেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। অবশেষে বিমানটি সুরক্ষিতভাবে শ্রীনগরে অবতরণ করে। Indigo-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সমস্ত যাত্রী নিরাপদে আছেন, বিমানটি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।