নারায়ণপুর জেলার গভীর জঙ্গলে বুধবার সকালে অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। গোয়েন্দা তথ্য ছিল, শীর্ষ মাওবাদী নেতারা ওই এলাকায় গোপনে জড়ো হয়েছে। সেই অনুযায়ী চারটি জেলার ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) ঘিরে ফেলে এলাকা। মাওবাদীরা আচমকাই গুলি চালালে শুরু হয় গুলির লড়াই।
খতম কুখ্যাত বাসব রাজ
নিহতদের মধ্যে রয়েছেন নাম্বালা কেশব রাও ওরফে বাসব রাজ—যিনি মাওবাদীদের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজে ছিল গোটা দেশের নিরাপত্তা সংস্থাগুলি।
অপারেশন সংকল্পে টানা সাফল্য
এর আগে চলতি মাসের গোড়াতেও বিজাপুর জেলার জঙ্গলে ‘অপারেশন সংকল্প’-এ ২২ মাওবাদী খতম হয়। তেলঙ্গানা সীমান্ত ঘেঁষা ওই এলাকায় ধারাবাহিক এনকাউন্টার হয় নিরাপত্তাবাহিনী ও মাওবাদীদের মধ্যে। উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলিবিদ্ধ দেহ।
২৪ হাজার জওয়ানের মাওবাদী বিরোধী অভিযান
‘অপারেশন সংকল্প’-এ যৌথভাবে অংশ নিচ্ছে DRG, বস্তার ফাইটারস, স্পেশাল টাস্ক ফোর্স, রাজ্য পুলিশ, CRPF ও CoBRA-র মতো বিশেষ ইউনিট। মোট ২৪ হাজার জওয়ান যুক্ত এই অভিযানে।
পূর্বের হামলার জবাব
গত জানুয়ারিতে মাওবাদীদের পাতা ল্যান্ডমাইনে প্রাণ হারান ৮ জওয়ান-সহ ৯ জন। সেই ঘটনার পর থেকেই বড়সড় প্রতিরোধ পরিকল্পনা নেয় প্রশাসন। বুধবারের এনকাউন্টার সেই অভিযানেরই অংশ বলে মনে করা হচ্ছে।