TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

দিনদুপুরে বাঘ হত্যা! পিটিয়ে চামড়া ছাড়িয়ে কেটে নেওয়া হল কান-দাঁত—গোলাঘাটের ভয়ঙ্কর ঘটনা

অসমের গোলাঘাটে জনতার হাতে নির্মম মৃত্যু হল এক রয়্যাল বেঙ্গল টাইগারের। সন্দেহে পিটিয়ে হত্যা, কেটে নেওয়া হল শরীরের অঙ্গ! জানুন সেই ভয়াল ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ।

Debapriya Nandi Sarkar

অসমের গোলাঘাট জেলার ডুমুখিয়া গ্রামে ঘটে গেল এক চরম মর্মান্তিক ঘটনা। কাজিরাঙা জাতীয় উদ্যান থেকে পথ হারিয়ে একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার চলে আসে গ্রামে। আর তারপরই ঘটে এক বিভীষিকাময় কাণ্ড।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

দিনদুপুরে বাঘ হত্যা! পিটিয়ে চামড়া ছাড়িয়ে কেটে নেওয়া হল কান-দাঁত—গোলাঘাটের ভয়ঙ্কর ঘটনা

মানুষখেকো সন্দেহেই ক্ষিপ্ত জনতা

বাঘটিকে দেখে আতঙ্কে তটস্থ হয়ে পড়ে গ্রামবাসীরা। কারও কারও দাবি, বাঘটি নাকি কয়েকজনের উপর ঝাঁপিয়ে পড়েছিল। সেই আতঙ্ক থেকেই জনতা একজোট হয়ে হাতে তুলে নেয় বর্শা, রড, দা—আর শুরু হয় নৃশংস আক্রমণ।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

চামড়া ছাড়িয়ে কেটে নেওয়া হল অঙ্গপ্রত্যঙ্গ

বাঘটিকে হত্যা করার পরও থেমে থাকেনি হিংস্রতা। বনদপ্তর জানায়, তার শরীর থেকে কেটে নেওয়া হয়েছে চামড়া, কান, দাঁত, এমনকি লেজ ও মাংসও। গোটা শরীর ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এমনকি নখ ও গোঁফ পর্যন্ত উপড়ে ফেলা হয়েছে।

পালিয়ে যায় অভিযুক্তরা, তদন্তে বনদপ্তর

বন ও পুলিশ বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও, ততক্ষণে বাঘটির প্রাণ শেষ। ঘটনাস্থল থেকে অভিযুক্তরা পালিয়ে যায়। বন দপ্তর ইতিমধ্যেই একটি মামলা রুজু করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

চ্যালেঞ্জের মুখে পরিবেশ আইন

পরিবেশবিদরা জানাচ্ছেন, এমন নির্মমতা শুধু আইন লঙ্ঘন নয়, গোটা দেশের বন্যপ্রাণ সংরক্ষণ ব্যবস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করায়। রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় প্রাণী—এভাবে তার মৃত্যুর ঘটনা সত্যিই লজ্জাজনক।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।