TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

আইফোন যদি ভারতে তৈরি হয়, তবে ২৫% ট্যাক্স—অ্যাপলকে হুঁশিয়ারি ট্রাম্পের

“আমি চাই আইফোন তৈরি হোক আমেরিকাতেই”—ভারতে উৎপাদন সরালে ২৫% কর চাপাবেন বলে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প।

Debapriya Nandi Sarkar

বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন আইফোন নিয়ে এবার কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাপলের ভারত পরিকল্পনা তাঁকে একেবারেই মেনে নিতে পারছেন না। তাই তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন—যদি আইফোন আমেরিকার মাটিতে না তৈরি হয়, তবে আমদানিকৃত প্রতিটি ফোনের উপর চাপানো হবে ২৫ শতাংশ শুল্ক।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

“আমার দেশেই তৈরি হোক আইফোন”—ট্রাম্পের সাফ কথা

এক অনুষ্ঠানে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, “আমি চাই সমস্ত আইফোন যেন আমেরিকার মাটিতেই তৈরি হয়, ভারত বা অন্য কোনও দেশে নয়।” তাঁর বক্তব্য, অ্যাপল মার্কিন সংস্থা হলেও উৎপাদন ভারতের মতো দেশে সরিয়ে নেওয়া হচ্ছে শুধুমাত্র লাভের আশায়। আর সেটাই মেনে নিতে রাজি নন তিনি।

ট্রাম্প জানান, যদি অ্যাপল সংস্থা নিজের উৎপাদন ইউনিট ফের আমেরিকায় না আনে, তাহলে বিদেশ থেকে আমদানি হওয়া প্রতিটি আইফোনে ২৫ শতাংশ করে আমদানি শুল্ক চাপানো হবে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

ভারতের দিকে ঝুঁকছে অ্যাপল, তাতেই ক্ষুব্ধ ট্রাম্প

গত কয়েক বছর ধরেই অ্যাপল তাদের উৎপাদনের বড় অংশ চীনের বাইরে সরাতে চাইছে। এরই মধ্যে ভারত হয়ে উঠেছে অন্যতম বড় বিকল্প। ইতিমধ্যেই চেন্নাইয়ের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে আইফোনের একাধিক মডেল। আরও বড় করে উৎপাদন চালু করার পরিকল্পনাও রয়েছে সংস্থার।

এই খবর সামনে আসতেই প্রতিক্রিয়া দেন ট্রাম্প। তাঁর মতে, “আমেরিকার কাজ ভারত পাচ্ছে, অথচ আমাদের মানুষ কাজ পাচ্ছে না—এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।”

আমেরিকায় না ফিরলে বাড়বে দাম, বিপাকে ক্রেতারা

যদি ট্রাম্প তাঁর হুঁশিয়ারিতে অটল থাকেন এবং অ্যাপলের ওপর শুল্ক বসানো হয়, তাহলে আমেরিকান মার্কেটেই আইফোনের দাম আকাশছোঁয়া হতে পারে। কারণ ২৫ শতাংশ ট্যাক্স চাপলে সেটা সরাসরি প্রভাব ফেলবে গ্রাহকের পকেটে।

একদিকে অ্যাপল চাইছে খরচ কমাতে, অন্যদিকে ট্রাম্প চাইছেন কর্মসংস্থান ফিরিয়ে আনতে। এই সংঘাতের জেরে মার্কিন আইফোন প্রেমীরা এখন দারুণ চিন্তায় পড়েছেন।

নির্বাচনের আগে ট্রাম্পের ‘দেশপ্রেমের’ খোঁচা?

বিশেষজ্ঞদের মতে, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই ট্রাম্প এই হুঁশিয়ারি দিচ্ছেন। “আমেরিকায় চাকরি ফেরানোর” বার্তা দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন তিনি।

তবে এতে অ্যাপলের জন্য বড় সমস্যা তৈরি হতে পারে, বিশেষ করে যখন সংস্থাটি ভারতকে ভবিষ্যতের উৎপাদন কেন্দ্র হিসেবে দেখতে চাইছে। এখন দেখার, এই রাজনৈতিক চাপের সামনে তারা কী সিদ্ধান্ত নেয়।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।