TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

দিল্লিতে বাড়ছে কোভিড! হাসপাতালগুলিকে সতর্ক করল স্বাস্থ্য দফতর, জারি হল নতুন নির্দেশিকা

দিল্লিতে ফের বাড়ছে করোনা সংক্রমণ। এই অবস্থায় সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালকে সতর্ক করল স্বাস্থ্য দফতর। কী কী নির্দেশ দেওয়া হল?

Debapriya Nandi Sarkar

দিল্লিতে ফের একবার বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক করে জারি করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এতে চিকিৎসা পরিকাঠামো প্রস্তুত রাখার পাশাপাশি, নমুনা পরীক্ষা এবং রিপোর্টিং সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

হাসপাতালগুলোকে রাখতে হবে প্রস্তুতি 

নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালগুলিকে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। পর্যাপ্ত সংখ্যক শয্যা, অক্সিজেন, অ্যান্টিবায়োটিক ও অন্যান্য প্রয়োজনীয় ওষুধ এবং ভ্যাকসিন মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটর, Bi-PAP, PSA প্ল্যান্ট ইত্যাদি যেন সম্পূর্ণ কার্যকর অবস্থায় থাকে, তাও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিদিন দিতে হবে রিপোর্ট

প্রতিটি হাসপাতালকে দিল্লি রাজ্যের হেলথ ডেটা ম্যানেজমেন্ট পোর্টালে প্রতিদিনের সমস্ত তথ্য আপডেট করতে হবে। কোন হাসপাতাল কতজন রোগী পরীক্ষা করছে, কী কী চিকিৎসা চলছে, তার বিস্তারিত দিতে বলা হয়েছে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

কোভিড টেস্টিংয়ে জোর

টেস্টিং নিয়ে কড়া নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। আইসিএমআর গাইডলাইন মেনে ILI (Influenza Like Illness) রোগীদের মধ্যে কমপক্ষে ৫ শতাংশের ও SARI (Severe Acute Respiratory Illness) রোগীদের ১০০ শতাংশের কোভিড পরীক্ষা করতেই হবে। এর জন্য প্রয়োজনীয় কিট ও টেস্টিং ব্যবস্থা আগেই প্রস্তুত রাখার কথা বলা হয়েছে।

জিনোম সিকোয়েন্সিং বাধ্যতামূলক

সবকটি কোভিড পজিটিভ নমুনা লোকনায়ক হাসপাতালের ল্যাবে পাঠাতে হবে Whole Genome Sequencing-এর জন্য। যাতে করে যদি কোনও নতুন ভ্যারিয়েন্ট এসে থাকে, তা দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। পাশাপাশি, এই নমুনার সংখ্যা রাজ্যের সারভেইল্যান্স ইউনিটের সাথেও শেয়ার করতে বলা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীতে নতুন করে করোনা বাড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় প্রশাসন এখন থেকেই সতর্ক। তবে সাধারণ মানুষকেও সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মাস্ক পরা, হাত ধোয়া ও জমায়েত এড়ানোর মতো নিয়মগুলো আবারও মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা।

 

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।