Viral Video : ইনস্টাগ্রাম রিল কপি করার অভিযোগে প্রকাশ্য রাস্তায় দুই তরুণীর মধ্যে শুরু হল তুমুল মারামারি! একে অপরের চুলের মুঠি ধরে, ধাক্কাধাক্কি, চুলোচুলি করে যেন রীতিমতো ডব্লিউডব্লিউই রিংয়ে উঠে পড়লেন তাঁরা। সেই ‘মল্লযুদ্ধের’ ভিডিয়ো এখন ভাইরাল নেটদুনিয়ায়।
ভিডিয়ো দেখে চমকে উঠছে নেটপাড়া
ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলীর। এক্স (পূর্বতন টুইটার)-এ ‘কাজল যাদব’ নামে একটি হ্যান্ডলে এই ভিডিয়োটি আপলোড হতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একেবারে ভরা বাজারে তরুণ-তরুণীদের জমায়েতের মাঝে হঠাৎ করেই শুরু হয়ে যায় বাকবিতণ্ডা। কিছুক্ষণের মধ্যেই তা রূপ নেয় ভয়ানক মারামারিতে।
এক জায়গায় থামেনি, লড়াই চলেছে তিন তিনটি জায়গায়!
প্রথমে লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও তাতে কিছুই লাভ হয়নি। ভিডিয়োয় ধরা পড়েছে, ঝগড়ার পরে একাধিক জায়গায় গিয়েও দুই তরুণী ফের শুরু করেন মারামারি। কোথাও তাঁরা মাটিতে গড়াগড়ি খাচ্ছেন, কোথাও আবার একে অপরের চুল টেনে মারছেন—ঠিক যেন পেশাদার কুস্তিগিরদের লড়াই।
কে করেছিল কাকে নকল? প্রশ্নে বিভক্ত মত
সম্পূর্ণ ঘটনার সূচনাবিন্দু হচ্ছে একটি ইনস্টাগ্রাম রিল। অভিযোগ, এক তরুণী অপরজনের রিল কপি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখান থেকেই শুরু হয় বিবাদ। যদিও কোন রিল বা কে কার ভিডিও নকল করেছেন, তা এখনও পরিষ্কার নয়। তবে ভাইরাল ভিডিয়োর সূত্রে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা।
নেটিজেনদের প্রতিক্রিয়া—“ভিডিয়োর জন্য এত মারামারি? সেটা তো দেখি আগে!”
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে নানা মজাদার মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ বলছেন, “এটা তো একেবারে ডব্লিউডব্লিউই ম্যাচ!”, কেউ আবার লিখছেন, “যে ভিডিয়োর জন্য এত কাণ্ড, সেটা তো দেখতে চাই।” আবার অনেকে বিরক্তও হয়েছেন এই ‘রাস্তায় রঙ্গমঞ্চ’ দেখে।
সমাজমাধ্যমেই লাইমলাইটে
এই ঘটনার পর ওই ইনস্টাগ্রাম রিল বা জড়িত তরুণীদের পরিচয় খোঁজার চেষ্টা চালাচ্ছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ার দৌলতে রাস্তাঘাটের ঘটনা এখন আর গোপন থাকছে না, এই লড়াই তার বড় উদাহরণ।
ইনস্টাগ্রাম রিল, লাইকের দৌড়, ফলোয়ার্সের লড়াই—এসব এখন তরুণ প্রজন্মের কাছে নেশার মতো। কিন্তু সেটা যদি এমন সহিংসতায় পৌঁছে যায়, তাতে প্রশ্ন উঠছেই—‘ভিউ’ এর জন্য আর কতটা নিচে নামবে মানুষ?
वीडियो कॉपी करने पर दो लड़कियों की भयंकर मारपीठ…..#bareilly #fight #girlsfight #trending #viral #india #bharat #dailyupdates #news #latestnews #viralvideo #Viralreels #Growth #reels pic.twitter.com/WTlys1cQs5
— Kajal yadav (@ydv_kajal) May 22, 2025