মার্কিন কৃষি অর্থনীতিকে ভেঙে ফেলার জন্য ভয়ানক এক জীবাণু আমদানি করেছিল চিন? এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছে FBI। একেবারে চুপিসারে এই পরিকল্পনা কার্যকর করতে গিয়ে ধরা পড়লেন দুই চিনা গবেষক। যার মধ্যে একজনের সরাসরি যোগাযোগ রয়েছে চিনা কমিউনিস্ট পার্টির (CCP) সঙ্গে।
FBI জানায়, এই দুই চিনা গবেষক ‘ফিউসারিয়াম গ্রামিনিয়ারাম’ (Fusarium graminearum) নামক এক ধরনের ছত্রাক পাচার করেছিলেন, যা মার্কিন শস্যে হেড ব্লাইট নামক রোগ ছড়িয়ে কোটি কোটি ডলারের ক্ষতি করতে পারে।
কী এই ‘ফিউসারিয়াম’?
এই ছত্রাক মূলত গম, বার্লি, ওটস এবং ভুট্টার মতো শস্যে হানা দেয়। ফুল ধ্বংস করে ফলন কমিয়ে দেয়। সংক্রমিত শস্য তৈরি করে ডিঅক্সিনিভালেনল (DON) নামক বিষাক্ত যৌগ, যা মানুষের লিভার, হজম ও প্রজনন ক্ষমতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। এই ছত্রাককে জৈব অস্ত্র হিসাবে ব্যবহার করা সম্ভব বলে আশঙ্কা বিজ্ঞানীদের।
কীভাবে ফাঁস হল এই প্ল্যান?
এফবিআইয়ের দাবি, চিনা গবেষক জুনিয়ং লিউ (৩৪) ২০২৪ সালের জুলাই মাসে তাঁর বান্ধবী ইউনকিং জিয়ানের (৩৩) সঙ্গে দেখা করতে এসে এই ছত্রাকটি নিয়ে আসেন। জিয়ান তখন মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক গবেষণাগারে কাজ করছিলেন। এই ছত্রাকের উপর তিনি গবেষণা শুরু করেন এবং চীনা সরকারের থেকে আর্থিক সহায়তাও পেতেন বলে জানা গেছে। তাঁর ইলেকট্রনিক ডিভাইসে CCP-এর সঙ্গে যোগাযোগের স্পষ্ট প্রমাণ মিলেছে। এই তথ্য পেয়ে ধরা পড়ে যায় গোটা চক্রান্ত।
কেন একে বলা হচ্ছে ‘অ্যাগ্রো টেররিজম’?
এই ঘটনাকে ‘অ্যাগ্রোটেররিজম’ বা কৃষি সন্ত্রাস বলে বর্ণনা করেছে মার্কিন বিচার বিভাগ। কৃষি খাতে ইচ্ছাকৃতভাবে রোগ বা কীটপতঙ্গ ছেড়ে খাদ্য সংকট, সামাজিক অস্থিরতা তৈরি করা এবং অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা হলে সেটাই কৃষি সন্ত্রাস।
কী বলছে আমেরিকা?
মার্কিন অ্যাটর্নি জেরোম এফ গর্গন জুনিয়র এক বিবৃতিতে বলেন,“এই চিনা নাগরিকদের একজন চিনা কমিউনিস্ট পার্টির অনুগত সদস্য। তাঁরা মার্কিন মুলুকে এমন এক জীবাণু এনেছেন, যা জাতীয় নিরাপত্তার জন্য বিরাট হুমকি।”
বিশ্ব রাজনীতিতে প্রতিধ্বনি
এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে—চীনের বিজ্ঞান গবেষণার আড়ালে আর কী কী চলছে? শুধু আমেরিকা নয়, ইউরোপ, এশিয়াতেও এই ছত্রাকের উপস্থিতি আগেই মিলেছে। কিন্তু কোনও দেশ কি সত্যিই প্রস্তুত কৃষি সন্ত্রাসের মতো এক বিপদের জন্য?
উল্লেখ্য, এই ঘটনা শুধু দুই গবেষকের গ্রেফতার নয়, বরং একটা বড় যুদ্ধের ইঙ্গিত—যেখানে অস্ত্র হল শস্যে ছড়ানো এক চিমটি ছত্রাক। এবং তাতে ধ্বংস হতে পারে একটি দেশের সম্পূর্ণ অর্থনীতি।