TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Zero Shadow Day : ছায়াহীন কলকাতা! আজই সেই দিন, ঠিক এই সময়ে অদৃশ্য হবে আপনার নিজের ছায়াও

আজ, ৫ জুন ২০২৫, ঠিক সকাল ১১টা ৩৪ মিনিটে কলকাতায় ঘটবে Zero Shadow Day। কীভাবে হয় এই ঘটনা? বিজ্ঞান কী বলছে? জেনে নিন বিস্তারিত।

Debapriya Nandi Sarkar

Zero Shadow Day : আজ, বৃহস্পতিবার, বেলা ঠিক ১১টা ৩৪ মিনিট ৫৭ সেকেন্ড। ওই সময়টা কোনও সাধারণ মুহূর্ত নয়। তখনই ছায়াহীন হয়ে যাবে মহানগর কলকাতা। অর্থাৎ, যে কেউ রোদে দাঁড়ালেও তার শরীরের ছায়া আর চোখে পড়বে না—পুরোপুরি মিশে যাবে তার পায়ের নিচে। এই ঘটনার নাম ‘Zero Shadow Day’। শহরের অনেকেই হয়তো জানেন না, কিন্তু বছরে ঠিক দু’বার কলকাতা এমন ছায়াশূন্য অভিজ্ঞতা পায়। আজ তার প্রথম পর্ব।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

কীভাবে হয় এই ঘটনা?

বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী নিজ অক্ষে ২৩.৫ ডিগ্রিতে হেলে ঘোরে সূর্যের চারপাশে। এই গতির কারণেই, কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যে যেসব অঞ্চল রয়েছে, তারা বছরে দু’বার এমন ভাবে সূর্যরশ্মির ঠিক নিচে চলে আসে—যে সময় ছায়া পড়ে না। কলকাতাও সেই জোনের অন্তর্গত।

কলকাতার পরে কোথায় কোথায় ঘটবে?

  • ১৪ জুন: বর্ধমান

  • ১৭ জুন: কৃষ্ণনগর

  • ১৯ জুন: মায়াপুর

তবে কলকাতায় পরবর্তী Zero Shadow Day হবে ৭ জুলাই, সকাল ১১টা ৪১ মিনিট ২৪ সেকেন্ডে

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

বিজ্ঞানীরা কী বলছেন?

বিপাশ দাশগুপ্ত, বিড়লা প্ল্যানেটোরিয়ামের বিজ্ঞান আধিকারিক বলেন, “এই ঘটনা জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে অস্বাভাবিক নয়। কিন্তু সাধারণ মানুষের কাছে এটা রীতিমতো বিস্ময়ের।” আরও জানালেন, খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে গ্রিক বিজ্ঞানী এরাটোস্থেনিস এই ছায়ার সাহায্যেই পৃথিবীর পরিধি মাপার প্রথম নির্ভুল পদ্ধতি আবিষ্কার করেছিলেন।

অভিজ্ঞতাটি দেখবেন কীভাবে?

এই মুহূর্তটি খুব সংক্ষিপ্ত। রোদে দাঁড়ান একটি সোজা বস্তু হাতে নিয়ে। ছায়া ক্রমশ ছোট হবে, আর তারপর পুরোপুরি মিলিয়ে যাবে। সেই মুহূর্তেই আপনি ছায়াশূন্য! ছবি তুললে বা ভিডিও করলে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।