Bollywood : বলিউডে গোবিন্দা একটা সময় ছিলেন একচ্ছত্র রাজা। ‘হিরো নম্বর ওয়ান’ থেকে ‘পার্টনার’— একের পর এক হিট ছবি, নাচ-অভিনয়ে যাঁর জবাব ছিল না। অথচ এখন, পর্দা থেকে বহু দূরে এই প্রাক্তন সুপারস্টার। দীর্ঘ ১৭ বছরেও বড় কোনও প্রত্যাবর্তন না দেখে অবাক অনেকেই। কিন্তু কেন? স্বামীর কেরিয়ার ধ্বংসের জন্য সরাসরি চারজনকে দায়ী করলেন গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা।
“তাঁরা ভালো ভালো বলে মাথা খাচ্ছেন গোবিন্দার”— সরাসরি অভিযোগ
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা বলেন, “গোবিন্দার পাশে চারজন এমন মানুষ রয়েছেন— একজন লেখক, একজন সঙ্গীত পরিচালক, একজন সেক্রেটারি এবং একজন আইনজীবী বন্ধু— যাঁরা কোনও কাজে আসেন না। কেবলই ‘তুমি ভালো’, ‘তুমি দারুণ’ এসব বলে চলেছেন।” তিনি স্পষ্ট করে জানান, “যেখানে সত্যি কথা বলা দরকার, ওরা বলে না। আর আমি সত্যি বললেই ঝগড়া বাধে। কারণ আমি তো তোষামোদ করতে পারি না।” এই চারজনের কারণে স্বামীর কেরিয়ার থমকে গেছে বলে বিশ্বাস সুনীতার।
“নয়ের দশক শেষ, এটা ২০২৫”— সুনীতার খোলা চ্যালেঞ্জ
বর্তমানের ডিজিটাল যুগে বলিউড বদলে গেছে। সিনেমা আর ওটিটির ব্যবধান ঘুচে যাচ্ছে। কিন্তু গোবিন্দা এখনও যেন আটকে আছেন পুরনো স্টাইলে। এ নিয়েও কড়া মন্তব্য সুনীতার, “আমি বলেছি, এখন ২০২৫ চলছে। দেখো নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে কী ধরনের কনটেন্ট চলছে। কিন্তু তিনি তাঁর ‘গুণমুগ্ধ’ দের ভালো ভালো কথার মোহে আটকে।” তিনি আরও বলেন, “একটা সময় ছিল যখন গোবিন্দার সিনেমা মানেই হাউসফুল। অথচ এখন তাঁর সেই জাদু যেন উধাও। কারণ তিনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছেন না।”
“তোমার বৃত্ত বদলাও”— স্ত্রী হিসেবে শেষ পরামর্শ
সুনীতা বলেন, “আমি বহু বছর ধরেই বলছি, তোমার বৃত্ত বদলাও। যতক্ষণ না এই চার-পাঁচজন লোককে ছাড়বে, তুমি এগোতে পারবে না।” এই ‘বৃত্ত’ যে শুধু পেশাগত ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছে, তাও স্পষ্ট করেন তিনি। সুনীতার কথায়, “গোবিন্দা এখন এমন একটা দুনিয়ায় রয়েছেন যেখানে সত্যি বলার লোক কম। সবাই শুধু হ্যাঁ-তে হ্যাঁ মেলাচ্ছে, আর তাতেই নষ্ট হচ্ছে সব।”
“তাঁকে এখনও পর্দায় দেখতে চায় অনুরাগীরা”
আজও অনুরাগীরা আশা করেন— কখন আবার বড়পর্দায় ফিরবেন গোবিন্দা। তাঁর কেরিয়ারের এমন পরিণতি মানতে নারাজ অনেকেই। কারণ এক সময়ে তিনি ছিলেন বিনোদনের অপর নাম। সেই মানুষটিকে আজ ভুল পরামর্শ আর ভুল মানুষদের কারণে হারিয়ে যেতে হচ্ছে। স্ত্রী হিসেবে সুনীতা শুধু স্বামীর কেরিয়ারের দায়ই নিচ্ছেন না, বরং এক সাহসী সতর্কবাণীও দিয়ে রাখলেন: “ভালো ভালো কথা অনেক শুনেছো। এখন যদি না বোঝো, তবে ফিরে আসা আর হবে না।” চলচ্চিত্র জগতের এই বাস্তব মুখোশ উন্মোচন করে, সুনীতা যেন শুধু স্বামীকেই নয়, গোটা বলিউডের এক অন্ধকার কোণাকেও প্রকাশ্যে এনে দিলেন।