Yo Xplor : ভারতের মধ্যবিত্ত পরিবারের জন্য এক নতুন আশার আলো হয়ে এসেছে Yo Xplor—একটি সম্পূর্ণ বৈদ্যুতিক স্কুটার, যা কিনা চালাতে লাইসেন্স বা রেজিস্ট্রেশন কোনওটাই লাগে না। শুধু দামেই নয়, পরিবেশবান্ধব প্রযুক্তি ও কম রক্ষণাবেক্ষণ খরচে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে শহর ও গ্রামাঞ্চলের রাস্তায়।
ব্যাটারি ও মাইলেজে দারুণ চমক
এই স্কুটারটিতে রয়েছে একটি ২৫০ ওয়াটের BLDC মোটর এবং একটি ৩৩Ah VRLA ব্যাটারি। একবার সম্পূর্ণ চার্জে এই স্কুটার চলে ১০৫-১১০ কিমি পর্যন্ত! এমনকি কমপক্ষে ৭০ কিমি মাইলেজ পাওয়াও নিশ্চিত করা হয়েছে, যা শহরের দৈনন্দিন যাতায়াতের জন্য যথেষ্ট। চার্জ হতে সময় লাগে মাত্র ৬-৮ ঘণ্টা।
লাইসেন্স বা রেজিস্ট্রেশনের ঝামেলা নেই
Yo Xplor-এর সবচেয়ে বড় সুবিধা হলো, এর জন্য আপনাকে ড্রাইভিং লাইসেন্স বা গাড়ি রেজিস্ট্রেশন করানোর কোনও প্রয়োজন নেই। যেহেতু এর গতি সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টা এবং মোটরের শক্তি ২৫০ ওয়াটের কম, তাই এটি মোটর ভেহিকল আইন অনুযায়ী একেবারেই বৈধ।
স্টাইল আর স্মার্টনেস একসঙ্গে
স্কুটারটি দেখতে যেমন স্টাইলিশ, ফিচারেও তেমন আধুনিক। রয়েছে চাবিহীন স্টার্ট, ডিজিটাল ডিসপ্লে, রিভার্স মোড, ট্রিপ সুইচ এবং মাল্টি রিফ্লেক্টর হেডল্যাম্প। সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়ায় রাইড কোয়ালিটিও বেশ ভালো।
আলাদা আলাদা ভেরিয়েন্ট, যার যেটা দরকার
Yo Xplor ছাড়াও Yo-এর আরও কয়েকটি মডেল রয়েছে যেমন Yo Electron DX, Yo Edge DX, Yo Trust, Yo Drift Plus ইত্যাদি। প্রত্যেকটিরই রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য, কিন্তু দাম ও কার্যকারিতার বিচারে Yo Xplor অন্যতম সেরা।
চলন খরচ কত?
চলন খরচ মাত্র ১৬ পয়সা প্রতি কিমি—যা পেট্রোল চালিত স্কুটারের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ। মানে প্রতি মাসে আপনি জ্বালানিতে যা খরচ করেন, তার অনেকটাই বাঁচিয়ে নিতে পারবেন এই স্কুটার চালিয়ে।
দাম কত? মধ্যবিত্তের নাগালেই
Yo Xplor-এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে মাত্র ₹৩৮,৯৭৮ থেকে। অন্যান্য চার্জ যেমন GST, ইন্স্যুরেন্স বাদে ওভারঅল দাম থাকছে মধ্যবিত্তের নাগালের মধ্যেই। এই স্কুটারটি নানা রাজ্যে সরকারি EV সাবসিডির আওতাতেও আসতে পারে, ফলে দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কাদের জন্য আদর্শ?
যাঁরা রোজকার স্কুল-কলেজ বা অফিসের জন্য কম খরচে স্কুটার চান, টিনএজারদের জন্য যাঁরা এখনও লাইসেন্স পাননি, পরিবেশবান্ধব যানবাহন খুঁজছেন যাঁরা এবং অবশ্যই যাঁদের বাজেট ৫০ হাজার টাকার মধ্যে তাঁদের জন্য Yo Xplor নিঃসন্দেহে একটি “গেম চেঞ্জার” হতে চলেছে।