TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Viral Video : বেঙ্গালুরুর ব্যস্ত এলাকায় এক সাইকেল চুরি ঘিরে ভাইরাল ভিডিও, চোর কি আগেই পরিকল্পনা করেছিল?

বেঙ্গালুরুর HAL 3rd Stage এলাকায় সাইকেল চুরির সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চোরের ঠাণ্ডা মাথার চাল দেখে হতবাক সবাই। এটি কি একদিনের সাহস না কি পুরোনো প্ল্যান?

Debapriya Nandi Sarkar

Viral Video : বেঙ্গালুরুর অভিজাত এলাকা HAL 3rd Stage। দিনের বেলা একেবারে শান্তিপূর্ণ, আর রাতেও তেমন গণ্ডগোল নেই। কিন্তু সেই নিরাপত্তার ভাবনায় হালকা ধাক্কা লাগল, যখন সিসিটিভি ফুটেজে ধরা পড়ল এক ঠাণ্ডা মাথার সাইকেল চোর। ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠছে—এটা কি তাৎক্ষণিক সিদ্ধান্ত, না কি পরিকল্পিত অভিযান?

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

ঠাণ্ডা মাথার চাল – ভিডিওতে ধরা চোরের কৌশল

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন অচেনা ব্যক্তি খুব স্বাভাবিক ভঙ্গিতে বাড়ির সামনে এসে একটি পাথরের চাতালে বসে পড়ে। চারদিকটা ভাল করে পর্যবেক্ষণ করে। এমনকি বোঝাই যায়, কেউ না থাকলে তবেই পরবর্তী পদক্ষেপে যাবে।

কিছু সময় পর, সে হঠাৎ উঠে দাঁড়ায়, বাড়ির বাইরের নিরাসক্তভাবে রাখা একটি সাইকেল নিয়ে সোজা বেরিয়ে যায়। না কোনো তাড়াহুড়ো, না কোনো ভয়—ঠিক যেন নিজের জিনিস নিয়ে চলে যাচ্ছে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

এই ভিডিও শেয়ার করেছেন বাড়ির মালিক নিজেই, সোশ্যাল মিডিয়ায় ইউজারনেম ‘saneyedoc’ নামে। তিনি লেখেন, “আমার ভাড়াটিয়ার সাইকেল চুরি করে নিয়ে গেল এক ঠাণ্ডা মাথার চোর।” সাথে জুড়েছেন সেই ফুটেজটিও।

নেটিজেনদের প্রতিক্রিয়া – ‘প্ল্যাটফর্মটাই সরিয়ে দাও!’

ভিডিওতে একজন মন্তব্য করেন, “চোরটা বেশ কিছুক্ষণ বসে ছিল। ওটা বোঝাই যাচ্ছে, সে পরিকল্পনা করেই এসেছিল। ওই চাতালের মতো বসার জায়গা না থাকলে হয়তো সাহস পেত না!” বাড়ির মালিক জবাবে লেখেন, “ভাড়াটিয়া উপরে ছিল তখন, সেটা বুঝেই নেমে এসেছে সে। হ্যাঁ, ভুল হয়েছে, তালা দেওয়া উচিত ছিল।”চোরের পর্যবেক্ষণ ক্ষমতা দেখে সবাই বিস্মিত—সে স্পষ্টভাবে আগে দেখে নিয়েছে আশপাশ ফাঁকা কিনা, এবং তারপরেই চুরি করেছে।

আগেও ঘটেছে এমন ঘটনা – বেঙ্গালুরু যেন সাইকেল চোরের নতুন পছন্দ

এই ঘটনা অবশ্য একা নয়। ইন্দিরানগর এলাকাতেও ঘটে গিয়েছে একই ধরনের ঘটনা, যার ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ইউজার ‘Noor Zahira’। সেখানে দেখা যায়, এক ব্যক্তি ক‍্যাপ পরে এসে ঘর চুপচাপ পর্যবেক্ষণ করে, তারপর একটি দামি সাইকেল নিয়ে চলে যায়। নূরের বয়ানে, “চোরটা যেন আগেই জানত কোথায় কী রাখা আছে। এই ধরনের হালকা অপরাধকেই ছোট ভাবলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়ব।”

নিরাপত্তার প্রশ্নে চাপে নাগরিকেরা

এই দুটি ভিডিও দেখে বেঙ্গালুরুর অনেক বাসিন্দাই চিন্তায় পড়েছেন। প্রশ্ন উঠছে—যদি এমন ছোটখাটো চুরি এমন সহজে হয়, তাহলে বড়সড় চুরি আটকানো যাবে তো?

বিশেষজ্ঞদের মতে, সাইকেল, বাইক বা এমনকি ছোটখাটো জিনিসগুলোও এখন নিরাপত্তার আওতায় রাখতে হবে। অতি-আস্থা কিংবা ‘এ তো আমার পাড়ায় কিছু হয় না’—এই মনোভাবই বড় ক্ষতির কারণ হতে পারে।

চোরের পরিচয় কী জানা গেছে?

এখনও পর্যন্ত এই সাইকেল চোরের পরিচয় জানা যায়নি। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, ভিডিও ফুটেজের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

ছোট চুরি, বড় ইঙ্গিত?

একটি সাইকেল চুরি—অনেকের কাছে হয়তো তেমন বড় ঘটনা নয়। কিন্তু ভিডিওটি যেভাবে দেখাচ্ছে, তাতে পরিষ্কার—এই চোররা এখন আর হুটহাট সুযোগ খোঁজে না, বরং ঠাণ্ডা মাথায় প্ল্যান করে।

নাগরিকদের তাই নিরাপত্তা নিয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন। তালা দেওয়া, সিসিটিভি রাখা, এবং এলাকার মধ্যে অচেনা ব্যক্তিদের গতিবিধির দিকে খেয়াল রাখা—এসব এখন ‘বিকল্প’ নয়, বরং ‘অবশ্য’।

 

View this post on Instagram

 

A post shared by Noor Zahira (@noorzahira2)

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।