TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Train Cancellation : ফের ট্রেন বাতিলের হিড়িক! ২০ জুন থেকে কোন কোন ট্রেন বন্ধ হচ্ছে? রইল সম্পূর্ণ তালিকা

দক্ষিণ-পূর্ব রেলের লাইনের কাজের জন্য ২০ জুন থেকে একগুচ্ছ ট্রেন বাতিল। খড়গপুর-টাটানগর, ঝাড়গ্রাম-পুরুলিয়া-সহ এক্সপ্রেস ও মেমু ট্রেনের ভোগান্তি! দেখে নিন পুরো রুট তালিকা ও তারিখ।

Debapriya Nandi Sarkar

Train Cancellation : যাত্রীদের জন্য ফের বড় দুঃসংবাদ। লাইনের সংস্কারের কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন আগামী ২০ জুন থেকে এক সপ্তাহের জন্য বাতিল করা হচ্ছে। শুধু বাতিলই নয়, কয়েকটি এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে বিকল্প রুটে। এর জেরে ব্যাপক সমস্যার মুখে পড়তে পারেন নিত্যযাত্রীরা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

লাইনের কাজেই বাধা

দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, চক্রধরপুর ডিভিশনে লাইনের আধুনিকীকরণের কাজ চলবে ১৬ জুন থেকে ২৪ জুন পর্যন্ত। এই সময়েই ট্রেন চলাচল বন্ধ থাকবে বেশ কয়েকটি রুটে। রেলের পক্ষ থেকে আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে বাতিল ট্রেনগুলির তালিকা।

বাতিল ট্রেনের তালিকা

  • খড়গপুর-টাটানগর প্যাসেঞ্জার বন্ধ থাকবে ১৯ জুন থেকে ২৩ জুন।
  • টাটানগর-খড়গপুর প্যাসেঞ্জার বন্ধ ২০ জুন থেকে ২৪ জুন পর্যন্ত।
  • ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু ও ঝাড়গ্রাম মেমু ট্রেন বন্ধ থাকবে ১৬ জুন থেকে ২৪ জুন।
  • খড়গপুর-টাটানগর মেমু ট্রেনও বন্ধ ২০-২৪ জুন।

সব মিলিয়ে একাধিক লোকাল ও মেমু ট্রেন বন্ধ থাকছে টানা ৫ থেকে ৯ দিন ধরে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

এক্সপ্রেস ট্রেনও বাদ নয়

রেলের নয়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ২০ থেকে ২৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে, এবং ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস বন্ধ থাকবে ২২ ও ২৪ জুন। এই দুটি ট্রেন বহু যাত্রীর কাছে অত্যন্ত প্রয়োজনীয়, ফলে দুর্ভোগের আশঙ্কা প্রবল।

ঘুরপথে চালন

যাত্রীদের সুবিধার্থে কিছু ট্রেন চালানো হবে বিকল্প রুটে।

  • ২০ জুন: সিলঘাট টাউন-তামবরম এক্সপ্রেস যাবে জয়চণ্ডী পাহাড়, আদ্রা, মেদিনীপুর হয়ে।
  • ২১ জুন: রাঁচি-হাওড়া ইন্টারসিটি যাবে কোটশিলা, রাজাবেরা হয়ে।
  • ২৩ জুন: নিউ তিনসুকিয়া-তামবরম এক্সপ্রেস ঘুরবে আদ্রা-মেদিনীপুর রুটে।
  • ২০ ও ২৩ জুন: আমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস চলবে সিনি-কেন্দ্রা-খড়গপুর দিয়ে।

আগাম সতর্ক বার্তা

রেলের তরফে যাত্রীদের অনুরোধ, এই সময়ের মধ্যে ট্রেন ধরার পরিকল্পনা থাকলে আগেভাগে তথ্য জেনে নেওয়া জরুরি। রেল কর্তৃপক্ষের ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমে রিয়েল-টাইম আপডেট পাওয়া যাবে।

উল্লেখ্য, এই সময়কালে যাঁদের অফিস, পরীক্ষা, বা জরুরি সফর রয়েছে, তাঁদের জন্য এই ট্রেন বাতিল বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তবে লাইনের উন্নয়নের জন্য এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে রেল। যাত্রীদের ধৈর্য ধরতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।