TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Bollywood News : প্রথম সারির অভিনেতার সাথে একটি দৃশ্য স্যুট করেই ১০০ বার ব্রাশ করেছিলেন রবিনা ট্যান্ডন! কেন? বিস্তারিত জানুন

অন্তরঙ্গ দৃশ্যে ‘না’ ছিল তাঁর স্পষ্ট শর্ত। কিন্তু হঠাৎ ভুল করে ঠোঁটে ঠোঁট! শুটিংয়ের পর ঘরে গিয়ে ১০০ বার ব্রাশ করেছিলেন রবিনা ট্যান্ডন। জানুন সেই অভিজ্ঞতা।

Debapriya Nandi Sarkar

Bollywood News : ৯০-এর দশকে যাঁরা হিন্দি সিনেমার নিয়মিত দর্শক ছিলেন, তাঁদের কাছে রবিনা ট্যান্ডনের নাম আজও চেনা। রঙিন গানের দৃশ্য, অ্যাকশন-প্যাকড গল্পের মধ্যে এক ঝলক নায়িকার সৌন্দর্য আর সরলতা মিলিয়ে কাঁপিয়ে দিয়েছেন পর্দা। কিন্তু পর্দার সেই ঝলমলে জগতের পেছনে যে কড়া শর্ত আর কঠিন অনুভূতির গল্প রয়েছে, তা অজানা অনেকের কাছেই।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

অন্তরঙ্গ দৃশ্যে ‘না’ ছিল প্রথম শর্ত

রবিনার অভিনয় জীবন শুরু থেকেই ছিল নিয়মবদ্ধ। পরিচালকদের কাছে তিনি স্পষ্ট করে বলতেন, “আমি চুম্বনের দৃশ্যে অভিনয় করব না।” তাঁর এই অবস্থান আজকের দিনে বিরল হলেও, তখনও সেটি ছিল সাহসী এবং অনমনীয়।

কিন্তু একদিন ভুলটা হয়েছিল…

একটি রোম্যান্টিক দৃশ্যের শুটিং চলাকালীন ঘটে সেই মুহূর্তটি। স্ক্রিপ্ট অনুযায়ী কিছুটা ঘনিষ্ঠ দৃশ্য ছিল ঠিকই, কিন্তু তাতে চুম্বনের কোনও উল্লেখ ছিল না। কিন্তু আচমকাই সহ-অভিনেতা, যাঁর নাম রবিনা প্রকাশ করেননি, দৃশ্যের মধ্যে ভুলবশত ঠোঁটে ঠোঁট রাখেন। রবিনা জানান, “আমি জানি উনি ইচ্ছাকৃত করেননি। কিন্তু তবু গা গুলিয়ে উঠেছিল। আমি এক মুহূর্তও আর সেটে থাকিনি।”

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

ফিরে এসে ১০০ বার ব্রাশ!

রবিনা সোজা চলে যান নিজের ভ্যানিটিতে। নিজের শরীরের সঙ্গে যেন বিশ্বাসঘাতকতা হয়েছে, এমনই মনে হচ্ছিল তাঁর। বলেন, “আমি ঘরে ফিরে গিয়ে বমি করি। তারপর ১০০ বার ব্রাশ করি। আমার অভ্যস্ততা ছিল না এই দৃশ্যের জন্য।” তিনি মানসিকভাবে এতটাই বিচলিত হয়ে পড়েছিলেন যে পুরো টিম তখন তাঁকে সময় দেয় নিজেকে সামলানোর।

সহ-অভিনেতা ক্ষমা চেয়েছিলেন

ঘটনার পরপরই সেই অভিনেতা রবিনার কাছে ক্ষমা চান। বারবার বলেন, সেটি ছিল নিছকই একটি দুর্ঘটনা। রবিনাও তাঁকে ক্ষমা করে দেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন এটি পরিকল্পিত কিছু নয়। তবে সেই ঘটনার স্মৃতি আজও তিনি ভুলতে পারেন না।

সময় বদলেছে, কিন্তু প্রশ্ন রয়ে যায়

আজকের দিনে সিনেমার জগতে ‘ইন্টিমেসি ডিরেক্টর’ থাকেন, যাঁরা দেখেন কিভাবে এমন দৃশ্যের শুটিং সুরক্ষিত ও সম্মানজনক পরিবেশে হয়। কিন্তু ৩০ বছর আগের বলিউডে এমন কোনও ব্যবস্থা ছিল না। তাই রবিনার মতো বহু অভিনেত্রীকেই অপ্রস্তুত পরিস্থিতির মুখোমুখি হতে হতো।

উল্লেখ্য, এই ঘটনা শুধুমাত্র একটি ভুল শটের গল্প নয়, বরং সেটি বলে দেয় কতটা মানসিক প্রস্তুতি, স্পষ্ট অবস্থান ও আত্মসম্মান নিয়ে কাজ করতেন রবিনা। আজও বহু নবাগত অভিনেত্রীর জন্য রবিনার সেই অভিজ্ঞতা হতে পারে এক গুরুত্বপূর্ণ শিক্ষা।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।