Ahmedabad plane Crash : শুক্রবার ভোর। চারিদিক জুড়ে এক অজানা স্তব্ধতা। আগুনের ধোঁয়া তখনও পুরোপুরি থামেনি। তার মধ্যেই হেলিকপ্টারে চেপে আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনও আনুষ্ঠানিকতা নয়, একেবারে ধ্বংসস্তূপের মাঝে পা রাখলেন তিনি। পুড়ে যাওয়া বিমানের টুকরো, ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর আর সর্বত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা মৃত্যু যেন জীবন্ত সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে ছিল তাঁর সামনে।
দুর্ঘটনার গভীরে খোঁজ, সঙ্গে ছিলেন শীর্ষ আধিকারিকেরা
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) শীর্ষ কর্তারা, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ও প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিরা। তাঁরা ঘটনাস্থলের প্রতিটি প্রান্ত ঘুরে দেখেন। মোদী নিজে হাতে তুলে নেন একটি পোড়া শিশুর জুতো। চোখেমুখে ছিল গভীর বিষণ্ণতা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তিনি। অনেকেই তাঁর সামনে কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেন, সরকার পাশে রয়েছে।
কী ভাবে ঘটল এই দুর্ঘটনা? উঠছে একাধিক প্রশ্ন
সরকারি ভাবে এখনও কিছু জানানো না হলেও, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় উড়ানের কিছুক্ষণ পরেই। পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তড়িঘড়ি ‘ইমার্জেন্সি ল্যান্ডিং’-এর চেষ্টা করেন একটি জনবহুল এলাকায়। তাতেই ঘটে বিপর্যয়। দুর্ঘটনায় শুধু বিমানের ২৪২ জন যাত্রীই নয়, নিচের এলাকায় থাকা বহু সাধারণ মানুষও প্রাণ হারান।
ব্ল্যাকবক্স উদ্ধার, তদন্তে নতুন গতি
প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগেই উদ্ধার হয় বিমানের ব্ল্যাকবক্স। এটিই এখন তদন্তের মূল চাবিকাঠি। কী ঘটেছিল শেষ মুহূর্তে, কেমন ছিল ককপিটের পরিস্থিতি—সব জানা যাবে এই ডিভাইস থেকে। মোদী নিজে তদন্তকে দ্রুততর করতে নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে আন্তর্জাতিক সাহায্য নেওয়ার কথাও বলেছেন তিনি।
স্থানীয় প্রশাসনকে কড়া বার্তা
দুর্ঘটনার পরপরই আমেদাবাদের প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয় মানুষের অভিযোগ, আগুন লাগার পর দমকল আসতে অনেক দেরি করে। হাসপাতালে পৌঁছতেও হয় সমস্যার সম্মুখীন। মোদী স্পষ্ট জানান, যাঁরা দায়িত্বে ছিলেন অথচ ব্যর্থ হয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্তিম শ্রদ্ধা, প্রধানমন্ত্রী চুপচাপ
ঘটনাস্থল থেকে ফিরে বিমানবন্দরের অস্থায়ী মরদেহ কেন্দ্রেও যান মোদী। সেখানে সারি সারি মৃতদেহ দেখে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকেন তিনি। চোখে জল ধরে রাখতে পারেননি—এমনটাই জানিয়েছেন সঙ্গে থাকা এক আধিকারিক। এরপর পরিবারগুলির সঙ্গে দেখা করেন, সরকারিভাবে ক্ষতিপূরণ ও সহায়তা প্রকল্প ঘোষণা করেন।
দেশ জুড়ে শোক, সংসদেও নিরবতা
এই দুর্ঘটনায় গোটা দেশ স্তব্ধ। সংসদে এক মিনিটের নিরবতা পালন করা হয়। একাধিক রাজনৈতিক দল, এমনকি বিরোধীরাও এই ঘটনায় সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন।
উল্লেখ্য, এই দুর্ঘটনা শুধু একটি বিমান ভেঙে পড়া নয়, বহু পরিবার ভেঙে যাওয়ার প্রতীক হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী মোদীর গ্রাউন্ড জ়িরো পরিদর্শন নিছক এক সফর নয়, এটি এক প্রতিশ্রুতি—এই দুর্ঘটনার পিছনে থাকা প্রত্যেকটি কারণ সামনে আনবে তাঁর প্রশাসন। দায়ীদের শাস্তি নিশ্চিত করবে, এমনই দাবি করেছেন তিনি।
#WATCH | The wreckage of the AI-171 plane hangs from BJ Medical College’s building, which it crashed into soon after take-off from Ahmedabad airport yesterday
PM Modi visited the plane crash site today to assess the ground situation.
(video source: DD) pic.twitter.com/ScTDNv5nYz
— ANI (@ANI) June 13, 2025