Badrinath Temple : একটি দুর্ঘটনা, কয়েকশো হৃদয়ের চিরকালীন ক্ষত। আমেদাবাদে ১২ জুনের ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বহু যাত্রী, যাঁদের মধ্যে ছিলেন প্রাক্তন গুজরাট মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। সেইসব প্রয়াত আত্মাদের শান্তি কামনায় এবার দেবভূমির অন্যতম পবিত্র তীর্থস্থানে আয়োজিত হলো বিশেষ প্রার্থনা। উত্তরাখণ্ডের শ্রী বদ্রীনাথ মন্দিরে শনিবার সকালে আয়োজিত হয় এই বিশেষ শ্রদ্ধা ও প্রার্থনা সভা। আয়োজনের দায়িত্বে ছিল শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি। দুর্ঘটনার পরে দেশের বিভিন্ন প্রান্তে শোকের ছায়া নেমে এলেও, এই শ্রদ্ধা অনুষ্ঠান এক অন্য মাত্রা যোগ করল—আধ্যাত্মিক ও মানবিকতার দিক থেকে।
দেবতার দরবারে শান্তির আর্তি
শনিবার সকাল ৯টা নাগাদ শুরু হয় বাদ্রীনাথ মন্দিরে বিশেষ পূজা ও প্রার্থনা। উপস্থিত ছিলেন কমিটির মুখ্য পুরোহিত, স্থানীয় সাধু-সন্ত ও আশেপাশের তীর্থযাত্রীরা। একযোগে উচ্চারিত হয় গায়ত্রী মন্ত্র, শান্তি মন্ত্র এবং শোক প্রার্থনা। গঙ্গাজল দিয়ে বিশেষ আরতি করে মৃতদের আত্মার শান্তি কামনা করা হয়। কমিটির তরফে জানানো হয়েছে, “দেশের এই মর্মান্তিক ক্ষণের সময়ে আমরা সবাই শোকাহত। মৃতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের সহানুভূতি রইল। ঈশ্বর যেন তাঁদের শক্তি দেন এই ক্ষতি সহ্য করার।”
বিজয় রূপানির জন্য আলাদা শ্রদ্ধার্ঘ্য
সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানির জন্য ছিল আলাদা ভাবে শ্রদ্ধা নিবেদন। শঙ্খধ্বনি ও ঘণ্টাধ্বনির মাধ্যমে স্মরণ করা হয় তাঁর রাজনৈতিক জীবনের অবদানকে। মন্দির কমিটির সভাপতি বলেন, “রূপানি জির সঙ্গে এই তীর্থের দীর্ঘ সম্পর্ক ছিল। তাঁর অকাল প্রয়াণ আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।” উল্লেখ্য, বিজয় রূপানি বদ্রীনাথ ও কেদারনাথ দর্শনে বহুবার এসেছেন। তাঁর শেষ সফর ছিল গত বছর সেপ্টেম্বরে, যখন তিনি পরিবার নিয়ে দর্শন করতে এসেছিলেন।
তীর্থযাত্রীদের চোখে জল
এই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বহু তীর্থযাত্রী, যাঁরা দুর্ঘটনার খবর শুনে নিজেরাই এই প্রার্থনায় যোগ দিতে চেয়েছিলেন। এক তীর্থযাত্রী বলেন, “এই মৃত্যু আমাদের সকলকে নাড়া দিয়েছে। আজ এখানে এসে মনে হলো যেন সত্যিই আমরা তাঁদের আত্মার শান্তির জন্য কিছু করতে পারলাম।” স্থানীয় আশ্রম ও ধর্মশালাগুলির তরফেও মোমবাতি প্রজ্বলন ও মৌন পালন করা হয়। আশ্রমের একজন স্বামীজি বলেন, “মানুষের জীবনে মৃত্যু অবধারিত হলেও, এমন মর্মান্তিক মৃত্যু যেন আর না হয়—এই প্রার্থনাই আজ সকলের মুখে।”
এক আত্মিক বার্তা সারা দেশের জন্য
এই শ্রদ্ধা ও প্রার্থনার আয়োজন শুধু মাত্র আচার বা ধর্মীয় রীতি নয়, বরং এক সামাজিক বার্তা। দুর্ঘটনার সময়ে কীভাবে আমরা, এক জাতি হিসেবে একে অপরের পাশে দাঁড়াতে পারি, তারই এক নিদর্শন এই অনুষ্ঠান। শ্রী বদ্রীনাথ–কেদারনাথ মন্দির কমিটি এও জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনায় প্রয়াতদের সম্মানে বার্ষিক প্রার্থনার আয়োজন করা হবে।
ভবিষ্যৎ কেউ জানে না। কিন্তু অতীতের বেদনাকে সম্মান করে যেদিন সেই বেদনা ভাগ করে নেয় গোটা সমাজ, তখনই সে হয়ে ওঠে সত্যিকারের মানবিক। আজ বাদ্রীনাথ মন্দিরে ঠিক সেটাই দেখা গেল। শুধু দেবতার কাছে নয়, মানুষের মনে গাঁথা হয়ে রইল একটি আধ্যাত্মিক শ্রদ্ধার নিদর্শন।
Shri Badrinath – Kedarnath Temple Committee paid tribute to the deceased in the Ahmedabad plane crash. Shri Badrinath – Kedarnath Temple Committee today offered mass prayers and organised a condolence meeting at the Badrinath Temple for the peace of the souls of those who died in… pic.twitter.com/7nsuLEaPy6
— ANI (@ANI) June 14, 2025