গণেশ চতুর্থী ২০২৫ ছয় শুভযোগের মিলনে বদলাতে পারে ভাগ্য, ২০২৫ সালের ২৭ আগস্ট পালিত হতে চলেছে গণেশ চতুর্থী। ভক্তদের কাছে এটি যেমন ভক্তি ও আনন্দের উৎসব, তেমনই এ বছর আকাশে ঘটতে চলেছে এক বিরল জ্যোতিষীয় মিলন।
পঞ্জিকা অনুযায়ী, এদিন একসঙ্গে তৈরি হবে ছয়টি শক্তিশালী শুভযোগ—রবি যোগ, শুভ যোগ, আদিত্য যোগ, ধন যোগ, লক্ষ্মী-নারায়ণ যোগ এবং গজকেশরী যোগ। জ্যোতিষশাস্ত্র মতে, এই বিরল সংযোগে বিশেষভাবে উপকৃত হবেন কিছু রাশির জাতকরা। উৎসব চলবে টানা দশ দিন, সমাপ্তি হবে ৬ সেপ্টেম্বর, গণেশ বিসর্জনের মধ্য দিয়ে।
কোন কোন রাশি উপকৃত হবেন
ভক্তদের বিশ্বাস অনুযায়ী, এ বছরের এই বিরল যোগ সবচেয়ে শুভ প্রভাব ফেলবে মিথুন (Gemini), কর্কট (Cancer), সিংহ (Leo), কন্যা (Virgo) এবং মকর (Capricorn) রাশির জাতকদের উপর।
- মিথুন (Gemini): অর্থনৈতিক উন্নতি, ব্যবসার প্রসার ও পারিবারিক সুখ বৃদ্ধির সম্ভাবনা।
- কর্কট (Cancer): কর্মজীবনে সাফল্য, পদোন্নতি এবং সম্পর্কের দৃঢ়তা পাওয়ার আশা।
- সিংহ (Leo): নতুন কাজ শুরু করার সেরা সময়, সরকারি ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা ও পারিবারিক জীবন উন্নত হবে।
- কন্যা (Virgo): হঠাৎ অর্থলাভ, পৈতৃক সম্পত্তি থেকে সুবিধা, আগের ক্ষতির ক্ষতিপূরণ।
- মকর (Capricorn): প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য, নতুন সূচনার সুযোগ, মানসিক ও আর্থিক সমর্থন লাভ।
উৎসব ও আধ্যাত্মিকতা
গণেশ চতুর্থী ভারতের অন্যতম জনপ্রিয় উৎসব। বাড়ি ও মণ্ডপে শ্রীগণেশের প্রতিষ্ঠা করা হয় ভক্তির সঙ্গে। ভক্তদের বিশ্বাস, এ সময় শ্রীগণেশের পূজা করলে জীবনের নানা বাধা দূর হয়। তবে এ বছরের বিশেষ জ্যোতিষীয় অবস্থানকে কেন্দ্র করে উৎসবের মাহাত্ম্য আরও বেড়ে গিয়েছে।
শ্রদ্ধা, বিশ্বাস আর ভক্তির সমন্বয়ে গণেশ চতুর্থী ২০২৫ নিঃসন্দেহে আরও বিশেষ হতে চলেছে। বিরল শুভযোগের প্রভাবে অনেকেই নতুন আশা ও ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন। তবে চূড়ান্ত ফলাফল যাই হোক না কেন, উৎসবের মূল সুর থাকবে—ঐক্য, আনন্দ ও ভক্তি।