TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

ছয় শক্তিশালী যোগ একসঙ্গে, গণেশ চতুর্থীতে বাড়বে সৌভাগ্য এই পাঁচ রাশির

গণেশ চতুর্থী ২০২৫ ছয় শুভযোগের মিলনে বদলাতে পারে ভাগ্য, ২০২৫ সালের ২৭ আগস্ট পালিত হতে চলেছে গণেশ চতুর্থী। ভক্তদের কাছে…

গণেশ চতুর্থী ২০২৫ ছয় শুভযোগের মিলনে বদলাতে পারে ভাগ্য, ২০২৫ সালের ২৭ আগস্ট পালিত হতে চলেছে গণেশ চতুর্থী। ভক্তদের কাছে এটি যেমন ভক্তি ও আনন্দের উৎসব, তেমনই এ বছর আকাশে ঘটতে চলেছে এক বিরল জ্যোতিষীয় মিলন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

Ganesh puja and astrology

পঞ্জিকা অনুযায়ী, এদিন একসঙ্গে তৈরি হবে ছয়টি শক্তিশালী শুভযোগ—রবি যোগ, শুভ যোগ, আদিত্য যোগ, ধন যোগ, লক্ষ্মী-নারায়ণ যোগ এবং গজকেশরী যোগ। জ্যোতিষশাস্ত্র মতে, এই বিরল সংযোগে বিশেষভাবে উপকৃত হবেন কিছু রাশির জাতকরা। উৎসব চলবে টানা দশ দিন, সমাপ্তি হবে ৬ সেপ্টেম্বর, গণেশ বিসর্জনের মধ্য দিয়ে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

কোন কোন রাশি উপকৃত হবেন

ভক্তদের বিশ্বাস অনুযায়ী, এ বছরের এই বিরল যোগ সবচেয়ে শুভ প্রভাব ফেলবে মিথুন (Gemini), কর্কট (Cancer), সিংহ (Leo), কন্যা (Virgo) এবং মকর (Capricorn) রাশির জাতকদের উপর।

ছয় শক্তিশালী যোগ একসঙ্গে, গণেশ চতুর্থীতে বাড়বে সৌভাগ্য এই পাঁচ রাশির

  • মিথুন (Gemini): অর্থনৈতিক উন্নতি, ব্যবসার প্রসার ও পারিবারিক সুখ বৃদ্ধির সম্ভাবনা।

ছয় শক্তিশালী যোগ একসঙ্গে, গণেশ চতুর্থীতে বাড়বে সৌভাগ্য এই পাঁচ রাশির

  • কর্কট (Cancer): কর্মজীবনে সাফল্য, পদোন্নতি এবং সম্পর্কের দৃঢ়তা পাওয়ার আশা।

ছয় শক্তিশালী যোগ একসঙ্গে, গণেশ চতুর্থীতে বাড়বে সৌভাগ্য এই পাঁচ রাশির

  • সিংহ (Leo): নতুন কাজ শুরু করার সেরা সময়, সরকারি ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা ও পারিবারিক জীবন উন্নত হবে।

ছয় শক্তিশালী যোগ একসঙ্গে, গণেশ চতুর্থীতে বাড়বে সৌভাগ্য এই পাঁচ রাশির

  • কন্যা (Virgo): হঠাৎ অর্থলাভ, পৈতৃক সম্পত্তি থেকে সুবিধা, আগের ক্ষতির ক্ষতিপূরণ।

ছয় শক্তিশালী যোগ একসঙ্গে, গণেশ চতুর্থীতে বাড়বে সৌভাগ্য এই পাঁচ রাশির

  • মকর (Capricorn): প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য, নতুন সূচনার সুযোগ, মানসিক ও আর্থিক সমর্থন লাভ।

উৎসব ও আধ্যাত্মিকতা

গণেশ চতুর্থী ভারতের অন্যতম জনপ্রিয় উৎসব। বাড়ি ও মণ্ডপে শ্রীগণেশের প্রতিষ্ঠা করা হয় ভক্তির সঙ্গে। ভক্তদের বিশ্বাস, এ সময় শ্রীগণেশের পূজা করলে জীবনের নানা বাধা দূর হয়। তবে এ বছরের বিশেষ জ্যোতিষীয় অবস্থানকে কেন্দ্র করে উৎসবের মাহাত্ম্য আরও বেড়ে গিয়েছে।

Ganesh puja 2025

শ্রদ্ধা, বিশ্বাস আর ভক্তির সমন্বয়ে গণেশ চতুর্থী ২০২৫ নিঃসন্দেহে আরও বিশেষ হতে চলেছে। বিরল শুভযোগের প্রভাবে অনেকেই নতুন আশা ও ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন। তবে চূড়ান্ত ফলাফল যাই হোক না কেন, উৎসবের মূল সুর থাকবে—ঐক্য, আনন্দ ও ভক্তি।

About Author