TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

কর্মজীবন ও সম্পর্কে বড় বদল আনতে চলেছে সেপ্টেম্বর ২০২৫ -এর ট্রিপল ৯ এনার্জি

সেপ্টেম্বর ২০২৫–কে ঘিরে জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বে তৈরি হয়েছে এক বিরল পরিস্থিতি। মাসটির নিজস্ব সংখ্যাতরঙ্গ ৯, এ বছর ২০২৫-ও (২+০+২+৫) দাঁড়িয়েছে…

সেপ্টেম্বর ২০২৫–কে ঘিরে জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বে তৈরি হয়েছে এক বিরল পরিস্থিতি। মাসটির নিজস্ব সংখ্যাতরঙ্গ ৯, এ বছর ২০২৫-ও (২+০+২+৫) দাঁড়িয়েছে ৯-এ, আবার মাস ও বছরের যোগফলও শেষমেশ দাঁড়িয়েছে ৯। অর্থাৎ, একসঙ্গে তিনটি ৯-এর প্রভাব বা ‘ট্রিপল ৯ ভাইব্রেশন’। সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, এই সময়টিকে শেষের ইঙ্গিত হিসেবে দেখা হলেও প্রকৃতপক্ষে এর মধ্যে লুকিয়ে আছেনতুন শুরুর বীজ।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

কর্মজীবন ও সম্পর্কে বড় বদল আনতে চলেছে সেপ্টেম্বর ২০২৫ -এর ট্রিপল ৯ এনার্জি

 মূল থিম ও দিকনির্দেশনা

এই মাসে করুণা, জ্ঞান, নিরাময় ও ক্ষমার গুরুত্ব বাড়বে। যেসব সম্পর্ক, অভ্যাস বা দায়িত্ব আর কাজে আসছে না, তা ছেড়ে দেওয়ার জন্য এটি সঠিক সময় হিসেবে দেখা হচ্ছে। তবে এই ছাড় দেওয়া কোনো শাস্তি নয়, বরং নতুন কিছুর জন্য জায়গা তৈরি করার এক প্রক্রিয়া।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

কর্মজীবন ও লক্ষ্য

দীর্ঘদিনের অসমাপ্ত কাজ বা চুক্তি এই সময়ে সম্পূর্ণ হতে পারে। কর্মজীবনে স্পষ্ট হয়ে উঠবে কোন কাজ সত্যিই ব্যক্তিগত উদ্দেশ্য ও অন্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ। যাঁরা নিজের ক্যারিয়ারে বড় পরিবর্তনের খোঁজে আছেন, তাঁদের জন্যও এই সময়টি পথ দেখাতে পারে।

কর্মজীবন ও সম্পর্কে বড় বদল আনতে চলেছে সেপ্টেম্বর ২০২৫ -এর ট্রিপল ৯ এনার্জি

সম্পর্কের পরিবর্তন

সম্পর্কে দেখা দিতে পারে গভীরতা ও কার্মিক প্রভাব। কিছু সম্পর্ক এই মাসে শেষ হতে পারে, আবার কিছু বন্ধন আরও মজবুত হবে আধ্যাত্মিক ঘনিষ্ঠতার কারণে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ক্ষমাশীলতা ও সহানুভূতিই হবে এ সময়ে সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি।

মানসিক ও শারীরিক সুস্থতা

পুরনো মানসিক চাপ বা লুকানো আঘাত সামনে এসে পড়তে পারে। তাই ধ্যান, মেডিটেশন বা এনার্জি-ক্লিনসিংয়ের মতো চর্চা বিশেষভাবে কার্যকর হবে। আবেগের ভারমুক্ত হয়ে শান্তি ফিরে পাওয়ার দিকেই মানুষকে এগোতে বলা হচ্ছে।

জন্মসংখ্যা অনুসারে দিকনির্দেশ

  • সংখ্যা ১ (যে কোনো মাসের জন্মতারিক ১, ১০, ১৯, ২৮) : পুরনো চক্র শেষ হবে, তাড়াহুড়ো না করে নেতৃত্বের নতুন সুযোগ তৈরি হবে।

  • সংখ্যা ২ (যে কোনো মাসের জন্মতারিক ২, ১১, ২০, ২৯): সম্পর্ক পুনর্মূল্যায়ন হবে, গভীর সংযোগ বাড়বে।

  • সংখ্যা ৩ (যে কোনো মাসের জন্মতারিক ৩, ১২, ২১, ৩০): সৃজনশীল কাজ শেষ হবে, প্রাপ্য স্বীকৃতি মিলবে।

  • সংখ্যা ৪ (যে কোনো মাসের জন্মতারিক ৪, ১৩, ২২, ৩১): দায়িত্ব শেষ হবে, কঠোরতা ছেড়ে দিলে উন্নতি সম্ভব।

  • সংখ্যা ৫ (যে কোনো মাসের জন্মতারিক ৫, ১৪, ২৩): ভ্রমণ বা গতিশীল কাজের সমাপ্তি হবে, নতুন স্বাধীনতা আসবে।

  • সংখ্যা ৬ (যে কোনো মাসের জন্মতারিক ৬, ১৫, ২৪ ): ক্লান্তিকর ভূমিকা শেষ করে সেবামূলক কাজ গুরুত্ব পাবে।

  • সংখ্যা ৭ (যে কোনো মাসের জন্মতারিক ৭, ১৬, ২৫): আত্মসমীক্ষার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি ঘটবে।

  • সংখ্যা ৮ (যে কোনো মাসের জন্মতারিক ৮, ১৭, ২৬): কর্মফলের হিসাব হবে, পদোন্নতি বা ক্ষমতা ত্যাগ উভয়ই সঠিক পথ হতে পারে।

  • সংখ্যা ৯ (যে কোনো মাসের জন্মতারিক ৯, ১৮, ২৭): সমাপ্তিই উপহার, মানবসেবা ও ক্ষমার পথে নতুন দিগন্ত খুলবে।

সেপ্টেম্বর ২০২৫-কে এক বিশেষ ‘সমাপ্তির মাস’ হিসেবে দেখা হচ্ছে। ব্যক্তিগত জীবন, কর্মজীবন বা সম্পর্ক— সব ক্ষেত্রেই পুরনো চক্র শেষ হয়ে নতুন কিছুর ইঙ্গিত মিলতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই মাসকে কাজে লাগানো যাবে আত্মচিন্তা, পুরনো বোঝা ঝেড়ে ফেলা ও আধ্যাত্মিকভাবে নতুন পথ তৈরির জন্য।

About Author