দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা—যেখানে এক সময়ে মুঘল সম্রাটদের রাজত্ব ছিল। সেই কেল্লা ঘিরেই এবার আদালতের দরজায় দাঁড়ালেন মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের উত্তরসূরি রোশন আরা। দীর্ঘদিনের যন্ত্রণার কথা মাথায় রেখেই তিনি দাবি তুলেছিলেন, লাল কেল্লার অধিকার ফিরিয়ে দেওয়া হোক তাঁদের পরিবারের হাতে। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন নাকচ করে দিল।
আর্থিক সংকটে পরিবার
আদালতের সিদ্ধান্ত জানার পর আবেগ চেপে রাখতে পারেননি রোশন আরা। একরাশ অভিমান নিয়ে বললেন, “জানতাম পাওয়া যাবে না। তবু আবেদন করেছিলাম। কারণ আমরা ভীষণ আর্থিক সমস্যার মধ্যে আছি। আমাদের পরিবার দেশকে সব কিছু দিয়েছে, কিন্তু আজ আমরা প্রায় ভিখারির মতো বেঁচে আছি।”
দেশপ্রেমের প্রতিদান এটাই?
তিনি আরও বলেন, “বাহাদুর শাহ জাফর সব হারিয়েছিলেন দেশের জন্য। আমরা তাঁরই উত্তরসূরি। তবু আজ আমাদের কণ্ঠস্বর কেউ শুনছে না। আমাদের প্রতি শুধু অবিচারই হয়েছে। সুলতানা জিও বহুবার সরকারকে লিখেছেন, কিন্তু আজও কিছুই হয়নি।”
ইতিহাসের পাতা থেকে
রোশন আরা এও বললেন, “ব্রিটিশরা আমাদের যা করার করেছে, তা ইতিহাসের পাতায় লেখা আছে। কিন্তু স্বাধীন ভারতের সরকার যদি আজও আমাদের না শোনে, তাহলে আমরা যাব কোথায়? মামলার খরচ চালানোর মতো টাকাও নেই আমাদের কাছে।”
মুঘল ঐতিহ্যে সরকারের রাজস্ব, কিন্তু উত্তরসূরির দুর্দশা
সবশেষে তাঁর আবেদন, “দেশজুড়ে মুঘল আমলের অনেক স্থাপত্য থেকে সরকার টাকা আয় করছে, পর্যটন চলে, রাজস্ব আসে। অথচ সেই বংশেরই মানুষরা যেন দিন আনে দিন খায়। সরকারের উচিত আমাদের দিকেও একবার নজর দেওয়া।”
#WATCH | West Bengal | The Supreme Court rejected the plea of the descendant of Mughal emperor Bahadur Shah Zafar seeking possession of Delhi’s Red Fort.
Roshan Ara, a descendant of the last Mughal emperor, Bahadur Shah Zafar, says, “We claimed possession of the Red Fort.… pic.twitter.com/Z19pl2nmWw
— ANI (@ANI) May 5, 2025