বিশ্ব ফ্যাশনের মঞ্চে বারবার নজর কেড়েছেন ভারতীয় তারকারা। Giorgio Armani-র পোশাকে তাঁদের উপস্থিতি শুধু আভিজাত্যের ছাপই রাখেনি, বরং আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় স্টাইলকে করেছে আরও সমৃদ্ধ। সাম্প্রতিক বছরগুলোতে বলিউড ও অভিজাত পরিবার থেকে বেশ কয়েকজন তারকাকে বিভিন্ন বড় ইভেন্টে Armani-র পোশাকে দেখা গিয়েছে।
Priyanka Chopra-র প্যারিসের ঝলক
২০১৭ সালের Paris Fashion Week-এ Priyanka Chopra-কে দেখা যায় সাদা asymmetrical haute couture Armani পোশাকে। আন্তর্জাতিক মিডিয়ায় সেদিন তাঁর ফ্যাশন সেন্সের প্রশংসা হয়।
Sonam Kapoor-এর ধারাবাহিক পছন্দ
Sonam Kapoor বরাবরই Armani-কে পছন্দ করে এসেছেন। ২০১৫ সালে Paris-এ Armani Privé Couture Show-তে তাঁর champagne রঙের গাউন এখনও স্মরণীয়। তাঁর স্টাইল বেছে নেওয়ার মধ্যে ছিল minimal কিন্তু elegant আবেদন।
Aishwarya Rai Bachchan-এর power dressing
২০১৮ সালে Armani-র sleek pantsuit বেছে নিয়েছিলেন Aishwarya Rai Bachchan। তাঁর এই পোশাক power dressing-এর প্রতীক হিসেবে আলোচিত হয়, যা তাঁর ব্যক্তিত্বের সঙ্গে দারুণভাবে মানিয়ে গিয়েছিল।
Cannes মঞ্চে Alia Bhatt
২০২৫ সালের মে মাসে Cannes Film Festival-এ “Lights on Women” ইভেন্টে Armani Privé gown-এ আলোকিত হন Alia Bhatt। আন্তর্জাতিক মঞ্চে তাঁর উপস্থিতি ভারতীয় সিনেমাকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।
Kareena Kapoor Khan-এর আভিজাত্য
Kareena Kapoor Khan বহুবার Armani-র পোশাকে নজর কেড়েছেন। ২০১৪ সালের IIFA Awards-এ তাঁর কালো Armani gown ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। আবার ২০১৯ সালের Vanitha Awards-এ navy রঙের gown-এ তিনি অনন্যা ছিলেন।
Deepika Padukone-এর eclectic লুক
Deepika Padukone বেছে নিয়েছিলেন Armani-র গাউন, সঙ্গে ছিল Alexander McQueen-এর jacket, Christian Louboutin-এর জুতো ও Hermès-এর ব্যাগ। তাঁর এই ensemble ছিল ফ্যাশনপ্রেমীদের কাছে এক অভিনব পরীক্ষার দৃষ্টান্ত।
Isha Ambani-র অনবদ্য স্যুট
অভিজাত ফ্যাশনে পিছিয়ে নেই কর্পোরেট জগতও। Isha Ambani-কে এক কাস্টমাইজড lavender satin Armani suit-এ দেখা গিয়েছিল নভেম্বরের ১৩ তারিখে। আধুনিক ও ক্লাসিক স্টাইলের মেলবন্ধন ঘটিয়েছিল এই পোশাক।
সব মিলিয়ে Giorgio Armani-র পোশাকে ভারতীয় তারকাদের উপস্থিতি একদিকে আন্তর্জাতিক ফ্যাশন জগতে নতুন আলো ফেলেছে, অন্যদিকে ভারতীয় স্টাইলকে বিশ্বমঞ্চে করেছে আরও গর্বিত।