গাজায় চলতে থাকা সম্পূর্ণ অবরোধের মধ্যে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা গাজার মানুষদের খাবার দিতে সাহায্য করব। ওখানে মানুষ না খেয়ে আছে। আমরা ওদের পাশে দাঁড়াব।”
ট্রাম্প আরও বলেন, “হামাস যা করছে, সেটা ভয়ঙ্কর। বাইরে থেকে কিছু গেলেই ওরা সব নিয়ে নিচ্ছে। গাজার সাধারণ মানুষ ভীষণ খারাপ অবস্থায় আছে। আমরা ওদের সাহায্য করব, কারণ ওরা হামাসের দ্বারাই অত্যাচারিত হচ্ছে।”
সরাসরি সাহায্য পাঠানোর পরিকল্পনা
মার্কিন প্রশাসনের সূত্র মারফত খবর, গাজার মানুষদের জন্য যেন খাবার পৌঁছয়, তা নিশ্চিত করতে হামাসকে বাইপাস করে একটি বিশেষ ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এই প্রক্রিয়ায় বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে, যাতে এই সহায়তা কোনভাবে সন্ত্রাসবাদীদের হাতে না পড়ে।
অবরোধে ধুঁকছে গাজা
ইজরায়েল গত দুই মাস ধরে গাজায় একটিও সাহায্যের ট্রাক ঢুকতে দেয়নি। মানবিক সাহায্য তো দূরের কথা, বাণিজ্যিক পণ্যও নিষিদ্ধ। ইজরায়েলের দাবি, এই অবরোধ হামাসকে চাপ দিয়ে জিম্মিদের মুক্ত করতে বাধ্য করার কৌশল। কিন্তু আন্তর্জাতিক মহল বলছে, এইভাবে খাদ্য বন্ধ করা যুদ্ধাপরাধের সামিল।
জাতিসংঘ জানাচ্ছে, গাজায় শিশু অপুষ্টির হার ভয়াবহভাবে বেড়েছে। মার্চ মাসেই প্রায় ৩৭০০ শিশুর মধ্যে তীব্র অপুষ্টি ধরা পড়েছে, যা ফেব্রুয়ারির তুলনায় ৮২ শতাংশ বেশি।