সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দেশের ব্যাঙ্কিং খাতের উল্লেখযোগ্য উন্নতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “২০১৪-র আগে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা একেবারে ভেঙে পড়ার মুখে ছিল। কিন্তু আজ ভারতের ব্যাঙ্কিং সিস্টেম বিশ্বের শক্তিশালী ব্যবস্থাগুলোর অন্যতম।”
বিশ্বের শক্তিশালী ব্যাঙ্কিং ব্যবস্থার তালিকায় ভারত
প্রধানমন্ত্রী তার বক্তব্যে জানান, এখন দেশের ব্যাংকগুলি রেকর্ড পরিমাণ লাভ করছে। ফলে সাধারণ আমানতকারীরাও সেই লাভের সুফল পাচ্ছেন। এই বদলের পিছনে রয়েছে কেন্দ্র সরকারের একাধিক কাঠামোগত সংস্কার—বিশেষ করে ছোট ছোট ব্যাংকগুলিকে একত্রিত করে বড় শক্তিশালী ইউনিটে পরিণত করার সিদ্ধান্ত।
তিনি বলেন, “যেভাবে আমরা ছোট ব্যাংকগুলিকে সংযুক্ত করে বড় ব্যাংকে রূপান্তর করেছি, তাতে শুধু প্রশাসনিক কার্যকারিতা বেড়েছে না, একই সঙ্গে আমানতকারীর আস্থা এবং ব্যাংকের লাভযোগ্যতাও বেড়েছে।”
ভবিষ্যতের দিকনির্দেশ
সরকারের মতে, এই সংস্কার শুধু বর্তমান নয়, ভবিষ্যতের জন্যও দিশা দেখাচ্ছে। ব্যাঙ্কগুলির ভিত মজবুত হওয়ায় দেশের অর্থনীতিও দীর্ঘমেয়াদে উপকৃত হবে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, এই উন্নয়ন কেবল পরিসংখ্যানের খাতায় নয়, দেশের সাধারণ মানুষের আস্থা এবং স্বস্তিতেও প্রতিফলিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই রকম বড় মাপের আর্থিক সংস্কার দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।
Delhi | Speaking at the ABP News event, Prime Minister Narendra Modi says, “Prior to 2014, the banking sector was on the brink of collapse. However, today, our banking system stands among the strongest in the world. Banks are achieving record profits, and depositors are reaping… pic.twitter.com/WSc6juwljn
— ANI (@ANI) May 6, 2025