‘অপারেশন সিঁদুর’ চলাকালীনই ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, “পাকিস্তানের পাঁচটি এলাকায় কাপুরুষের মতো হামলা চালিয়েছে ধূর্ত শত্রু। ভারতের এই যুদ্ধ ঘোষণার পাল্টা জবাব দেওয়ার অধিকার আমাদের আছে, এবং তা ইতিমধ্যেই শুরু হয়েছে।”
পাকিস্তান সেনার পাশে থাকার বার্তা
শাহবাজ শরিফ নিজের বার্তায় তিনি পাকিস্তান সেনার পাশে থাকারও বার্তা দেন। তিনি বলেন, “পাকিস্তানের সেনার পাশে রয়েছে দেশের প্রতিটি নাগরিক। দেশের মনোবল তুঙ্গে। আমরা জানি কীভাবে শত্রুকে মোকাবিলা করতে হয়, এবং কখনও তাদের অসৎ উদ্দেশ্য সফল হতে দেব না।”
ভারতের দাবি, ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা
ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি অনুযায়ী, অপারেশন সিঁদুরের আওতায় মোট ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি, মাত্র ৫টি জায়গায় হামলা হয়েছে। দু’পক্ষের তথ্যের মধ্যে পার্থক্য থাকলেও উত্তেজনা যে চরমে পৌঁছেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
সীমান্তে গোলাবর্ষণ, বাড়ছে উদ্বেগ
এই ঘটনার মধ্যেই পুঞ্চ ও রাজৌরি সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারী গোলাবর্ষণ চালাচ্ছে পাকিস্তান। ভারতও এর পাল্টা জবাব দিচ্ছে। সীমান্ত এলাকায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
The treacherous enemy has launched a cowardly attack on five locations within Pakistan. This heinous act of aggression will not go unpunished.
Pakistan reserves the absolute right to respond decisively to this unprovoked Indian attack — a…— Shehbaz Sharif (@CMShehbaz) May 6, 2025