ভারতীয় ড্রোন ভূপতিত করা নিয়ে এবার মুখ খুলল পাকিস্তান। সম্প্রতি একটি বিবৃতিতে পাকিস্তান জানিয়েছে, ভারতীয় ২৫টি লইটারিং মিউনিশন ড্রোন তারা ভূপাতিত করেছে।
হ্যারপ ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার
পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিভিন্ন স্থানে ইসরায়েলি নির্মিত হ্যারপ ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। হ্যারপ ড্রোন একটি দীর্ঘ-পাল্লার লইটারিং মিউনিশন, যা একটি উড়ন্ত বোমা হিসেবে কাজ করে এবং পরিচালকের মাধ্যমে গাইড করা হয়। এই ড্রোনটি ইসরায়েল এয়ারস্পেস ইন্ডাস্ট্রিজ দ্বারা তৈরি।
পাকিস্তানের নিরাপত্তা বিপদে, দাবি সেনাবাহিনীর
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালে পাকিস্তানজুড়ে ১২টি হ্যারপ ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, “এটি একটি গুরুতর উসকানি। পাকিস্তানের একাধিক এলাকা বর্তমানে নিরাপত্তা জনিত হুমকির মুখে পড়েছে।”
বিভিন্ন স্থানে ড্রোন ভূপাতিত
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ড্রোনগুলো দেশটির বিভিন্ন স্থানে ভূপাতিত করা হয়, যেমন রাওয়ালপিন্ডি থেকে শুরু করে, যেখানে পাকিস্তানের সামরিক সদর দপ্তর অবস্থিত, এবং দক্ষিণে করাচির কাছের একটি এলাকায়।
লাহোরে সেনা আহত, সিন্ধুতে বেসামরিক নিহত
একটি ড্রোন লাহোরের কাছে আঘাত হেনেছে, যার ফলে ৪ পাকিস্তানি সেনা সদস্য আহত হয়েছেন। লাহোর শহরটি ভারত সীমান্তের কাছে অবস্থিত এবং এর জনসংখ্যা প্রায় ১ কোটি ৩০ লক্ষ। এছাড়া সিন্ধু প্রদেশে একটি ড্রোনের কার্যক্রমে এক বেসামরিক নাগরিক নিহত এবং অপরজন আহত হয়েছেন। পাকিস্তান বিমানবাহিনী এখন “উচ্চ সতর্ক অবস্থায়” রয়েছে বলে সূত্রের খবর।