আগামীকাল মঙ্গলবার, মাসের প্রথম দিন। রাশি অনুযায়ী এই দিনটি হয়ে উঠতে পারে কারও জীবনের মোড় ঘোরানো মুহূর্ত, আবার কেউ পড়তে পারেন মানসিক, শারীরিক বা আর্থিক সংকটে। কর্মক্ষেত্র, দাম্পত্য জীবন, স্বাস্থ্য এবং অর্থের দিক থেকে কে থাকবেন ভাগ্যবান, আর কার জন্য অপেক্ষা করছে ঝড়? দেখে নিন ১ জুলাইয়ের বিস্তারিত রাশিফল।
মেষ (Aries)
স্ত্রীর সহযোগিতা পেয়ে যাবেন মানসিক শান্তি। ভাইবোনদের সাহায্যে পাবেন অর্থলাভের সুযোগ। বাড়ির বয়স্ক সদস্যের পরামর্শ জীবনে পথ দেখাবে। ব্যবসায়ীদের জন্য শুভ দিন। কাজের উদ্দেশ্যে ভ্রমণ হতে পারে।
বৃষ (Taurus)
ব্যস্ততার মধ্যেও নিজের জন্য সময় বার করতে পারবেন। প্রিয় কাজ করতে গিয়ে মনের শান্তি মিলবে। আর্থিক দিক থেকে দিনটি লাভজনক। সঙ্গীর কাছ থেকে সহানুভূতি ও সমর্থন পাবেন।
মিথুন (Gemini)
শারীরিক ও মানসিক দিক দিয়ে ভালো থাকবেন। অর্থ সঞ্চয় করতে পারবেন। যারা বিদেশ সংক্রান্ত বাণিজ্যে যুক্ত, তাদের জন্য আশাব্যঞ্জক দিন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। সঙ্গীর সমর্থন অনুভব করবেন।
কর্কট (Cancer)
পিতামাতার সাথে সময় কাটানোর সুযোগ পেয়ে যাবেন। অতিরিক্ত খরচে মন খারাপ হতে পারে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে এগিয়ে রাখবে। ব্যবসায়িক সিদ্ধান্তে লাভবান হবেন।
সিংহ (Leo)
অতিরিক্ত চাপ নেবেন না। সঙ্গীর সঙ্গে অর্থ সংক্রান্ত আলোচনা সফল হতে পারে। প্রেমের সময় কাটলেও শরীর খারাপ হতে পারে। পরিবারকে সময় দিন, দাম্পত্য জীবন মজবুত হবে।
কন্যা (Virgo)
মন শান্ত রাখতে সকালের শুরু ব্যায়ামে করুন। আর্থিক লাভের সুযোগ রয়েছে। মানসিক চাপ থেকে দূরে থাকুন। সঙ্গীর সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটবে।
তুলা (Libra)
অর্থ সংক্রান্ত মামলায় জয়লাভের সম্ভাবনা। পরিবারের কারও সাহায্যে কাজে সাফল্য পাবেন। সঙ্গীর ভুল বোঝাবুঝি আপনাকে বিরক্ত করতে পারে। সম্পর্ক সামলাতে সংযমী থাকুন।
বৃশ্চিক (Scorpio)
হতাশ না হয়ে নিজের প্রতিভাকে কাজে লাগান। বন্ধুরা সন্ধ্যায় মজার পরিকল্পনা আনবে। কর্মক্ষেত্রে উদ্যম ও উদ্দীপনা বাড়বে। প্রেম ও প্রাপ্তির দিন।
ধনু (Sagittarius)
অর্থ সংক্রান্ত মামলা আপনার পক্ষে যাবে। ব্যবসায়ীরা দিন শেষে ভালো ডিল পেতে পারেন। স্ত্রীর শারীরিক সমস্যা চিন্তার কারণ হতে পারে। মন শান্ত রাখুন।
মকর (Capricorn)
দীর্ঘ দূরত্বের যাত্রা করতে হতে পারে। রাগ নিয়ন্ত্রণে রাখুন, বিশেষ করে অফিসে। আর্থিক ক্ষতির সম্ভাবনা। পেশাগত সুযোগ আসবে। দাম্পত্য সম্পর্কে সমঝোতা ফিরবে।
কুম্ভ (Aquarius)
রাগে পরিস্থিতি খারাপ না করে সহনশীল হোন। আর্থিক পরিস্থিতি কঠিন হলেও স্ত্রীর সহায়তায় দিন এগোবে। ক্যারিয়ারে বড়ো পরিবর্তনের সম্ভাবনা। ব্যবসায় সম্প্রসারণের সুযোগ আসবে।
মীন (Pisces)
গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অন্যদের অনুভূতি বুঝে নিন। প্রেমিক-প্রেমিকার দেখা হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে নতুন মানুষের সঙ্গে পরিচয় বড়ো সুযোগ এনে দিতে পারে। সঙ্গীর কাছ থেকে দারুণ চমক অপেক্ষা করছে।