Today’s Horoscope : আজ ৬ই জুন, শুক্রবার। সপ্তাহের প্রায় শেষপ্রান্তে দাঁড়িয়ে আজকের দিনটা কেমন যাবে, তা নিয়ে দোলাচলে রয়েছেন অনেকেই। কর্মক্ষেত্র, পারিবারিক জীবন কিংবা স্বাস্থ্য—প্রতিটি দিকেই আজ রাশিচক্রের প্রভাব স্পষ্টভাবে অনুভব করা যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক, আজকের দিনটি কেমন কাটতে চলেছে আপনার রাশির জন্য।
মেষ (Aries)
আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। কর্মক্ষেত্রে কোনও নতুন দায়িত্ব আসতে পারে। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। প্রেমে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও তা দ্রুত কেটে যাবে। মাথা ঠান্ডা রাখুন।
বৃষ (Taurus)
পারিবারিক বিষয়ে আজ দায়িত্ব বাড়তে পারে। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র। কিছু অনাকাঙ্ক্ষিত খরচ হতে পারে। কাউকে টাকা ধার না দেওয়াই ভালো। প্রেমে স্থিতিশীলতা আসবে।
মিথুন (Gemini)
বন্ধুদের সঙ্গে পুরোনো স্মৃতি রোমন্থনের সুযোগ আসবে। কাজের জায়গায় নতুন আইডিয়া সবার নজর কাড়তে পারে। স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, বিশেষ করে গলা ও কণ্ঠস্বরের সমস্যা হতে পারে।
কর্কট (Cancer)
আজ নিজেকে একটু গুটিয়ে রাখতে পারেন। অতীতের কিছু কথা বা সম্পর্ক মনে পড়ে যেতে পারে। আত্মবিশ্লেষণের ভালো সময়। আর্থিক দিকে কোনও বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন।
সিংহ (Leo)
আজ আপনার নেতৃত্বের গুণ কাজে লাগবে। দলগত কাজে আপনি হয়ে উঠবেন সবার আস্থা। প্রেমে ইতিবাচক বার্তা পেতে পারেন। উচ্চশিক্ষায় আগ্রহ বাড়বে, কেউ বিদেশে পড়াশোনার পরিকল্পনা করতে পারেন।
কন্যা (Virgo)
প্রতিযোগিতামূলক ক্ষেত্রের সঙ্গে যুক্তরা আজ বিশেষ সাফল্য পেতে পারেন। আইন সংক্রান্ত বিষয় বা নথিপত্র নিয়ে কাজ করলে সতর্কতা অবলম্বন করুন। কোনও পুরনো বন্ধু হঠাৎ যোগাযোগ করতে পারে।
তুলা (Libra)
দিনটি মিশ্র হতে পারে। সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে, ফলে কাজে বিলম্ব হতে পারে। আর্থিকভাবে লাভজনক সুযোগ এলেও বুঝে নিতে হবে। প্রেমে যোগাযোগই সমস্যার সমাধান।
বৃশ্চিক (Scorpio)
মানসিক চাপ কিছুটা বেশি থাকবে, তবে দিন যত এগোবে, ততই হালকা লাগবে। কোনও গোপন শত্রু সমস্যার চেষ্টা করতে পারে, সচেতন থাকুন। সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা কথা বলাই উত্তম।
ধনু (Sagittarius)
ভ্রমণের যোগ আছে। কাছের মানুষদের সঙ্গে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। চাকরির ক্ষেত্রে উন্নতি সম্ভব। শরীর-মন দুটোই আজ তরতাজা থাকবে।
মকর (Capricorn)
কাজের ক্ষেত্রে আজ বিশেষ কিছু ঘটতে পারে। ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। নিজের দক্ষতা প্রমাণ করার সময় এসেছে। প্রেমে গোপন কিছু জানাজানির সম্ভাবনা আছে।
কুম্ভ (Aquarius)
বন্ধু বা সহকর্মীর সাহায্যে কোনও কঠিন কাজ সহজ হয়ে যাবে। সৃজনশীলতার পূর্ণ সুযোগ পাবেন। সন্তানদের দিকে নজর দিন, তারা আজ বিশেষ কিছু জানাতে পারে। প্রেমে নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা।
মীন (Pisces)
আজকের দিনটা আবেগপ্রবণ। অতীতের কিছু ঘটনা নতুন করে নাড়া দিতে পারে। কোনও পুরনো ভুল শুধরানোর সুযোগ আসবে। পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হবে।
উল্লেখ্য, আজকের দিনটা কারও জন্য আবেগঘন, কারও জন্য উত্তেজনায় ভরপুর। তবে যাই হোক, আত্মবিশ্বাস আর ইতিবাচক মনোভাবই হতে পারে সাফল্যের চাবিকাঠি। নিজের রাশিফলটা মাথায় রেখে দিন শুরু করুন, দেখবেন জীবন নিজেই পথ দেখাবে।