TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

গাড়ির দুনিয়ায় ধামাকা! স্বাধীনতা দিবসের দিন মহেন্দ্রা বড় চমক

১৫ অগাস্টেই আসছে সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মে তৈরি Mahindra Bolero! পাশাপাশি দেখা যাবে আরও দুটি অত্যাধুনিক SUV—জেনে নিন কী চমক থাকছে এবারের লঞ্চে।

Debapriya Nandi Sarkar

মহেন্দ্রা সম্প্রতি তাদের জনপ্রিয় SUV Bolero-র নতুন প্রজন্মের মডেল বাজারে আনতে চলেছে। আগামী ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের দিন, একেবারে নতুন প্ল্যাটফর্মে তৈরি তিনটি কনসেপ্ট SUV সামনে আনবে সংস্থা। যার মধ্যে অন্যতম আকর্ষণ হতে চলেছে নতুন Mahindra Bolero।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

নতুন কী থাকছে বোলেরোতে?

নতুন প্রজন্মের বোলেরো তৈরি হয়েছে Monocoque প্ল্যাটফর্মে, যা আগের মডেলগুলির তুলনায় অনেক বেশি আধুনিক ও শক্তিশালী। এই SUV-এর ডিজাইন আরও অ্যারোডাইনামিক হতে পারে এবং ফিচার লেভেলেও থাকবে বড়সড় পরিবর্তন। পেট্রোল ও ডিজেল ভার্সনের পাশাপাশি থাকবে একটি ইলেকট্রিক ভার্সনও, যা ভবিষ্যতের দিকেও কোম্পানির নজরদারির ইঙ্গিত দিচ্ছে।

১৫ অগাস্টেই দেখা যাবে নতুন SUV লাইনআপ

স্বাধীনতা দিবসে মহিন্দ্রা শুধু বোলেরো নয়, আরও দুটি SUV কনসেপ্ট মডেল প্রকাশ্যে আনবে। সংস্থা জানিয়েছে, এই নতুন প্ল্যাটফর্মেই ২০২৭ থেকে মহিন্দ্রার ভবিষ্যতের গাড়ি তৈরি হবে। ফলে এটি শুধু একটি নতুন গাড়ি নয়, বরং ভবিষ্যতের রোডম্যাপের গুরুত্বপূর্ণ ধাপ।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

বাজারে বোলেরোর অবস্থান

বোলেরো বরাবরই ছিল দেশের সেমি-আরবান ও গ্রামীণ অঞ্চলে সবচেয়ে নির্ভরযোগ্য SUV-এর মধ্যে একটি। এবার সেই গাড়িই ফিরছে আধুনিক লুকে। মনে করা হচ্ছে, নতুন Bolero হবে Scorpio ও XUV3XO-এর মধ্যবর্তী একটি শক্তিশালী SUV, যা বাজেট ও পারফরম্যান্সের মধ্যে ভারসাম্য রক্ষা করবে।

ভারতে ইলেকট্রিক গাড়ির বাজারে প্রতিযোগিতা বাড়ছে

একই সময় টাটাও তাদের বহুল প্রতীক্ষিত Tata Sierra EV নিয়ে আসছে বাজারে। যেখানে একটি চার্জে ৫০০ কিমি পর্যন্ত রেঞ্জ পাওয়ার দাবি করা হয়েছে। অর্থাৎ, আগামী দিনগুলো SUV ও ইভি সেগমেন্টে তুমুল প্রতিযোগিতা দেখা যেতে পারে।