TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

মাটিতে নামতে গিয়েই আচমকা ঘূর্ণি! দিল্লির আকাশে দুলে উঠল ইন্ডিগোর বিমান, কী ঘটেছিল সেই সময়?

দিল্লি বিমানবন্দরে নামার মুখেই ধুলোঝড়ের কবলে ইন্ডিগোর ৬E 6313 ফ্লাইট। শেষ মুহূর্তে কীভাবে বড় বিপদ এড়ালেন পাইলট? পড়ুন বিস্তারিত রিপোর্ট।

Debapriya Nandi Sarkar

রবিবার সন্ধ্যায় রায়পুর থেকে দিল্লিগামী ইন্ডিগোর ৬E ৬৩১৩ নম্বর ফ্লাইটের যাত্রীরা যখন মাটি ছোঁয়ার অপেক্ষায়, ঠিক সেই সময় ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। দিল্লির আকাশে নামতে নামতেই ধুলোঝড়ের কবলে পড়ে বিমানটি। আচমকাই প্রবল ঝাঁকুনি শুরু হয়। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা। এমন পরিস্থিতিতে বিমানের পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন—নামা স্থগিত করে আবার আকাশে উঠিয়ে নেওয়া হয় বিমানটিকে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

৮০ কিমি বেগে ধেয়ে এল হাওয়া, বাধ্য হয়ে বাতিল নামার চেষ্টা

ঘটনাস্থলে উপস্থিত এক যাত্রী জানান, “বিমানটি নামার জন্য প্রস্তুত ছিল। সবাই সিটবেল্ট বেঁধে বসে। হঠাৎ প্রচণ্ড দুলুনি শুরু হয়। জানলার বাইরে ধুলোয় ঢেকে যায় সব।” পাইলট নিজে মাইক ধরে জানান, বাতাসের গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল। এমন অবস্থায় নিরাপদভাবে নামা সম্ভব নয়—তাই আপ্রোচ বাতিল করে আবার ওপরে উঠছেন তিনি। এই পদ্ধতিকে অ্যাভিয়েশনের ভাষায় বলে “go-around”—অর্থাৎ শেষ মুহূর্তে নামা বন্ধ করে নতুন করে নামার জন্য প্রস্তুতি নেওয়া।

একাধিকবার চক্কর দিল আকাশে, অবশেষে সফল অবতরণ

দিল্লি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-এর নির্দেশ অনুসারে, বিমানটি তখন আকাশে একাধিকবার চক্কর কাটে। পুরো শহরের উপর দিয়ে কয়েক দফা ঘুরে সময় নেয় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য। প্রায় ২৫ মিনিট পরে, ধুলোঝড় কমলে, পাইলট দ্বিতীয়বার নামার চেষ্টা করেন। এইবার আর কোনো বাধা ছাড়াই সফলভাবে অবতরণ করে বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

পাইলটের সতর্কতায় রক্ষা পেল বড় বিপদ

ইন্ডিগো সংস্থার এক মুখপা ত্র জানান, “পাইলট পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যাত্রীদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার।” এই সিদ্ধান্ত না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে মত বিশেষজ্ঞদের। বলা যায়, প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞ পাইলটের কারণে একটুর জন্য রক্ষা পেল একটি সম্ভাব্য বিপর্যয়।

আতঙ্কের মাঝেও স্বস্তি নিয়ে নামলেন যাত্রীরা

যাত্রীরা কেউ কেউ জানান, বিমানটি নামার মুহূর্তে ঝাঁকুনি এতটাই প্রবল ছিল যে অনেকেই প্রার্থনা শুরু করে দেন। কারও হাত কাঁপছিল, কেউ আবার চোখ বন্ধ করে বসে ছিলেন। তবে অবতরণের পর সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। অনেকে বিমানবন্দরেই পাইলটকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, আবহাওয়ার রূপ যে মুহূর্তে মুহূর্তে বদলাতে পারে, তার এক প্রকৃষ্ট উদাহরণ এদিন দিল্লির আকাশ। তবে এই ঘটনায় স্পষ্ট, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে দ্রুত সিদ্ধান্ত গ্রহণই একটি বিমানের শতাধিক প্রাণ রক্ষা করতে পারে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।