TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

সিকিমের পাহাড়ে মর্মান্তিক দুর্ঘটনা, ২০০০ ফুট নীচে গড়াল পর্যটকদের গাড়ি! মৃত ১, নিখোঁজ একাধিক

উত্তর সিকিমে ভয়াবহ সড়ক দুর্ঘটনা—রাতের অন্ধকারে খাদে পড়ে যায় পর্যটকদের গাড়ি। এক পর্যটকের মৃত্যু, নিখোঁজ বাকিদের উদ্ধারে চলছে তল্লাশি।

Debapriya Nandi Sarkar

বৃহস্পতিবার রাতে উত্তর সিকিমের দুর্গম পাহাড়ি পথে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। পর্যটক বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০০ ফুট নীচে খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক পর্যটকের। আরও কয়েকজন নিখোঁজ। ইতিমধ্যে দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

চুংথাং-মুন্সীথাং রোডে বিপর্যয়

ঘটনাটি ঘটেছে চুংথাং-মুন্সীথাং রোডে, যা মংগন ও লাচুংয়ের মধ্যবর্তী এলাকা। সূত্রের খবর, পর্যটকরা পশ্চিমবঙ্গ ও ওডিশা থেকে সিকিম বেড়াতে এসেছিলেন। গাড়িটিতে মোট ১১ জন ছিলেন—একজন চালক সহ ১০ জন পর্যটক।

খারাপ রাস্তা ও বৃষ্টির জোড়া প্রভাব

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার সিকিমে প্রবল বৃষ্টিপাতের কারণে রাস্তা ভিজে ও পিচ্ছিল হয়ে পড়ে। তার উপর দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। সন্ধ্যার দিকে গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশের পাশাপাশি আইটিবিপি বাহিনীও সেখানে পৌঁছে যায়।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

উদ্ধারকাজ চলছে

দুর্ঘটনাস্থলে এখনো তল্লাশি অভিযান চলছে। হেলিকপ্টার ব্যবহার করে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হতে পারে বলেও জানা গিয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

ধসপ্রবণ রাস্তায় বারবার দুর্ঘটনা

লাচুং যাওয়ার পথটি বরাবরই ধসপ্রবণ বলে পরিচিত। অতীতে এই একই রাস্তায় বহুবার দুর্ঘটনা ঘটেছে। কিন্তু তবুও পর্যাপ্ত সতর্কতা নেওয়া হয় না বলে অভিযোগ পর্যটকদের একাংশের।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।