বৃহস্পতিবার রাতে উত্তর সিকিমের দুর্গম পাহাড়ি পথে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। পর্যটক বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০০ ফুট নীচে খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক পর্যটকের। আরও কয়েকজন নিখোঁজ। ইতিমধ্যে দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুংথাং-মুন্সীথাং রোডে বিপর্যয়
ঘটনাটি ঘটেছে চুংথাং-মুন্সীথাং রোডে, যা মংগন ও লাচুংয়ের মধ্যবর্তী এলাকা। সূত্রের খবর, পর্যটকরা পশ্চিমবঙ্গ ও ওডিশা থেকে সিকিম বেড়াতে এসেছিলেন। গাড়িটিতে মোট ১১ জন ছিলেন—একজন চালক সহ ১০ জন পর্যটক।
খারাপ রাস্তা ও বৃষ্টির জোড়া প্রভাব
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার সিকিমে প্রবল বৃষ্টিপাতের কারণে রাস্তা ভিজে ও পিচ্ছিল হয়ে পড়ে। তার উপর দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। সন্ধ্যার দিকে গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশের পাশাপাশি আইটিবিপি বাহিনীও সেখানে পৌঁছে যায়।
উদ্ধারকাজ চলছে
দুর্ঘটনাস্থলে এখনো তল্লাশি অভিযান চলছে। হেলিকপ্টার ব্যবহার করে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হতে পারে বলেও জানা গিয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
ধসপ্রবণ রাস্তায় বারবার দুর্ঘটনা
লাচুং যাওয়ার পথটি বরাবরই ধসপ্রবণ বলে পরিচিত। অতীতে এই একই রাস্তায় বহুবার দুর্ঘটনা ঘটেছে। কিন্তু তবুও পর্যাপ্ত সতর্কতা নেওয়া হয় না বলে অভিযোগ পর্যটকদের একাংশের।