TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Dev : দশ মাসের রহস্য ফাঁস! দাড়ি কাটতেই কী শেষ ‘রঘু ডাকাত’? দেবের পোস্টে নতুন জল্পনা!

দশ মাস ধরে দাড়ি রেখেছিলেন দেব, ‘রঘু ডাকাত’-এর চরিত্রে অভিনয়ের জন্য। এবার সেই দাড়ি কাটার ছবি শেয়ার করতেই জল্পনা, শুটিং শেষ? পুজোয় পর্দায় আসছে দেবের নতুন অবতার!

Debapriya Nandi Sarkar

Dev : ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’ নিয়ে দেবভক্তদের মধ্যে উন্মাদনার যেন শেষ নেই। পুজোর মরশুমেই পর্দায় আসছে টলিউডের বহু প্রতীক্ষিত এই পিরিয়ড ড্রামা। বাংলার এক দোর্দণ্ডপ্রতাপ ডাকাত সর্দারের চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলেছিলেন দেব।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

দাড়ি, ঘোড়সওয়ারি, অ্যাবস – নিজেকে নিখুঁত করতে যে পরিশ্রম!

‘রঘু ডাকাত’-এর চরিত্রে ঢুকতে গিয়ে একেবারে কোমর বেঁধে নেমেছিলেন দেব। ঘোড়সওয়ারি, তরবারির যুদ্ধ, এবং দীর্ঘ ১০ মাস ধরে একমুখ দাড়ি রেখেছিলেন তিনি চরিত্রের স্বার্থে। সেই সঙ্গে নিজের শরীরচর্চাও করেছিলেন নজরকাড়া ভাবে। ক্যামেরার সামনে একেবারে রাগী, পেশিবহুল ডাকাত রূপে ধরা দিতে প্রস্তুতি ছিল একেবারে যুদ্ধকালীন তৎপরতায়।

ইনস্টাগ্রামে পোস্ট, ক্যাপশনেই রহস্য

শনিবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন দেব। আয়নার সামনে রেজার হাতে দাঁড়িয়ে, ক্যামেরার দিকে তাকিয়ে ছবি। সঙ্গে ক্যাপশন:“১০ মাস বাদে অবশেষে মিস্টার বেয়ার্ডকে বিদায় জানানোর সময় এসেছে।”

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

এই একটি লাইনেই কৌতূহল চরমে পৌঁছেছে। কমেন্ট বক্সে ভক্তদের প্রশ্ন—“তাহলে কি ‘রঘু ডাকাত’-এর শুটিং শেষ?”

থাইল্যান্ড থেকে কলকাতা ফেরার পর পর্দা ফাঁস!

মাত্র ক’দিন আগেই পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী ইধিকা পাল এবং গোটা ইউনিট নিয়ে থাইল্যান্ডে গানের শুটিং সারেন দেব। সেখান থেকে ফিরে শনিবার এই চমকপ্রদ পোস্ট। অনেকেই বলছেন, এ যেন শুটিং শেষ হওয়ারই ইঙ্গিত!

এক বছর ধরে প্রস্তুতি, চরিত্রে মিশে গিয়েছিলেন দেব

‘পাগলু’ বা ‘দুই পৃথিবী’র দেব এখন অতীত। সাম্প্রতিক সময়ের দেব যেন এক নতুন রূপে ধরা দিচ্ছেন বারবার। ‘গোলন্দাজ’-এ নরেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে যেমন নিজেকে ভেঙে গড়েছিলেন, এবারও ‘রঘু ডাকাত’-এর জন্য সেই একই নিষ্ঠা দেখালেন।

শুধু শরীর নয়, মনের ভেতরেও ঢুকেছেন চরিত্রের গভীরে। এক পিরিয়ড ড্রামা যাতে শুধু স্টাইল নয়, ইতিহাসের এক টুকরো হয়ে ওঠে—সেই চেষ্টাই করছেন দেব।

কোন চরিত্রে কে?

এই সিনেমায় দেব ছাড়াও থাকছেন টলিউডের বেশ কয়েকজন হেভিওয়েট তারকা—

  • রূপা গঙ্গোপাধ্যায় এক গুরুত্বপূর্ণ ভূমিকায়।
  • অনির্বাণ ভট্টাচার্য খলনায়কের চরিত্রে।
  • সোহিনী সরকার ডাকাত দলের সদস্যা হিসেবে।
  • ইধিকা পাল হবেন দেবের বিপরীতে মূল নারী চরিত্রে।
  • একইসঙ্গে পরিচালক ও প্রযোজক ধ্রুব!

‘গোলন্দাজ’-এর মতোই এবারও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালনার পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও আছেন। ফলে ধ্রুব-দেব জুটির ওপর যে প্রত্যাশা আকাশছোঁয়া, তা আর বলার অপেক্ষা রাখে না।

পঁচিশের পুজোয় সিনেমা হলে যাবেন তো?

চলতি বছরের ১৬ মার্চ থেকে শুরু হয়েছে ‘রঘু ডাকাত’-এর শুটিং। আর এবারের পুজোতেই মুক্তি পাচ্ছে এই ম্যাগনাম অপাস। এক দুঃসাহসিক, ইতিহাসভিত্তিক চরিত্রে দেবকে দেখতে মুখিয়ে টলিউডের দর্শকরা।

তবে দাড়ি কাটার এই পোস্ট কী শুধুই লুক পরিবর্তন? নাকি সত্যিই শুটিং শেষ? উত্তর জানা যাবে কিছুদিনের মধ্যেই। আপাতত দেবের ‘ক্লিনসেভ’ লুক নিয়েই মেতে উঠেছে নেটপাড়া।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।