TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

ষষ্ঠীর দিন পরম-পিয়া’র ঘরে এলো নতুন অতিথি! মা হলো পিয়া, ছেলে না মেয়ে কি হল পরম-পিয়া’র ঘরে?

২০২৩-এ বিয়ে করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। এবার তাঁদের ঘরে এল নতুন অতিথি। পুত্র সন্তানের জন্ম দিলেন পিয়া। বাবা-মা হওয়ার পর কী বললেন তাঁরা? কী পরিকল্পনা তাঁদের সন্তানকে ঘিরে? জানুন বিস্তারিত।

Debapriya Nandi Sarkar

সুখবর পেল টলিপাড়া। জুনের প্রথম দিনেই মা হলেন সমাজকর্মী, গায়িকা ও পরমব্রতের জীবনসঙ্গিনী পিয়া চক্রবর্তী। ঘরে এসেছে পুত্র সন্তান। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও ছেলে দু’জনেই সম্পূর্ণ সুস্থ আছেন। এই খবর শোনার পর শুভেচ্ছায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

২০২৩ সালের নভেম্বরেই সাতপাকে বাঁধা পড়েছিলেন পরম-পিয়া

গত বছরের নভেম্বর মাসে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়েটা সেরে ফেলেছিলেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া।
সই করে বিয়ে সেরে নেওয়ার পর ইন্ডাস্ট্রির কাছের বন্ধুদের নিয়েই আয়োজন হয়েছিল একটি ছোট রিসেপশন পার্টি। সেখানেও তাঁরা তাঁদের ব্যক্তিগত জীবনকে যতটা সম্ভব প্রাইভেট রাখতে চেয়েছেন।

ভ্যালেন্টাইন ডে-তেই সুখবর দিয়েছিলেন দম্পতি

২০২৫ সালের ভ্যালেন্টাইনস ডে-র পরই সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ছবি পোস্ট করে দম্পতি জানান—তাঁদের পরিবারে একজন নতুন সদস্য আসতে চলেছে। পিয়া লিখেছিলেন, “From Two to Three”। সেই সময় থেকেই তাঁদের অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই খবরে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

পরমব্রতের জন্য দারুণ যাচ্ছে বছরটা

চলতি বছর পরমব্রতের পেশাগত জীবনেও এসেছে একাধিক সাফল্য।
তাঁর অভিনীত ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ এবং ‘কিলবিল সোসাইটি’ দর্শকদের কাছে ভালোই সাড়া পেয়েছে।
পরিচালক হিসেবেও ‘এই রাত তোমার আমার’ ছবিটি প্রশংসা কুড়িয়েছে। এক সাক্ষাৎকারে পরমব্রত বলেন, “এই মুহূর্তে সবচেয়ে বেশি উপভোগ করছি সন্তানের অপেক্ষার সময়টাকে। এটা একটা অন্যরকম অনুভূতি। শুধু চাই আরও সময় দিতাম পিয়াকে।”

পিতা হিসেবে নতুন ভূমিকায় পরমব্রত

পরমব্রত আগেই জানিয়ে দিয়েছিলেন, সন্তান জন্মের পরে তিনি কিছুদিন কাজ থেকে বিরতি নেবেন। তাঁর কথায়, “এই সময়টা পরিবারের সঙ্গে কাটানোই সবচেয়ে জরুরি। কাজ থাকলেও, বাবা হওয়া জীবনের এক আলাদা অনুভব।”

তাঁদের সন্তানকে কীভাবে বড় করতে চান?

পরম-পিয়া দুজনেই বরাবর খুব সচেতন, ব্যক্তিত্বময় এবং সমাজমনস্ক। তাই তাঁদের সন্তানের বড় হয়ে ওঠা নিয়েও রয়েছে বিশেষ পরিকল্পনা। তাঁদের বিশ্বাস, সন্তান যেন প্রথমে একজন সৎ, দায়িত্ববান মানুষ হয়ে ওঠে। পরমব্রত বলেন, “ওকে আমরা এমনভাবে বড় করতে চাই, যেন নিজের মতো করে চিন্তা করতে শেখে।”

নতুন ইনিংস শুরু পরমব্রত ও পিয়ার জীবনে

২০২৫ সালের জুনের এই দিনটা চিরস্মরণীয় হয়ে রইল তাঁদের জীবনে। যেখানে একদিকে চলছে ক্যারিয়ারের সাফল্য, অন্যদিকে ব্যক্তিগত জীবনেও এল নতুন আলো। এখন শুধু অপেক্ষা—পরমব্রত কবে তাঁদের ছেলের প্রথম ছবি ভাগ করে নেবেন অনুগামীদের সঙ্গে।