টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করার ঠিক একদিন পর, স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বৃন্দাবনের আশ্রমে হাজির হন বিরাট কোহলি। সেখানে তারা শ্রী প্রেমানন্দ মহারাজ জীর সাথে দেখা করেন। দেখা করার পর প্রেমানন্দ মহারাজ জীর সাথে আনুষ্কা ও বিরাটের কিছু কথপোকথন হয়। নিম্নে সেই কথপোকথন তুলে ধরা হলো…
অনুষ্কার প্রশ্ন, মহারাজের উত্তরে স্তব্ধ বিরাট!
ভক্তিভরে আধ্যাত্মিক গুরুকে প্রণাম করে কিছু সরল প্রশ্ন রাখেন অনুষ্কা। কথোপকথনের মাঝে প্রেমানন্দ মহারাজ বিরাটকে হঠাৎ প্রশ্ন করেন—
“তুমি কি সুখী?”
এই প্রশ্নে খানিকটা থমকে যান বিরাট। জবাব দেন—
“হ্যাঁ, এখন সব ঠিক আছে।”
“টাকা-পয়সা মানেই সুখ?”— কি বললেন মহারাজ?
এই প্রশ্নের উত্তরে মহারাজ বিরাটকে বোঝান— ধন-সম্পদ, খ্যাতি, অর্থ এগুলো জীবনে প্রকৃত সুখ নয়। বরং এগুলো কোনও পুণ্যের ফল। তিনি বলেন—“অনেক পাপী-তাপীরও অনেক টাকা থাকে। কিন্তু তার মানে এই নয় যে ঈশ্বরের কৃপা তাঁদের উপর রয়েছে।” মহারাজ আরও বলেন, ঈশ্বর যখন কৃপা করেন, তখন কেবল সুখ দেন না—দেন বাধাও। সেই প্রতিকূলতার মাঝেই থাকে পরম শান্তির ইঙ্গিত। “বাধা এলে বুঝবে ভগবান পাশে আছেন”—কোহলিকে বললেন মহারাজ
প্রতিকূলতা মানেই কৃপা?
বিরাটকে প্রেমানন্দ মহারাজ আরোও বলেন, “জীবনে যখনই বাধা আসবে, বুঝে নিও ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন। মহাপুরুষদের পথও ছিল কণ্টকাকীর্ণ। তাই প্রতিকূলতা মানেই কৃপা।”
উল্লেখ্য, আধ্যাত্মিক পথেই ধীরে ধীরে হেঁটে চলেছেন এই সেলিব্রিটি দম্পতি। টানা ক্রিকেট জীবনের পরে বিরাট এখন ধীরে ধীরে মনোযোগ দিচ্ছেন আধ্যাত্মিকতায়। স্ত্রী অনুষ্কার সঙ্গে বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানে তাঁদের নিয়মিত দেখা যাচ্ছে। এই সাক্ষাৎকার সেই চলার পথেরই আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
Virat Kohli & Anushka Sharma से पूज्य महाराज जी की क्या वार्तालाप हुई ? Bhajan Marg pic.twitter.com/7IWWjIfJHB
— Bhajan Marg (@RadhaKeliKunj) May 13, 2025