TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Air India : ১ কোটি তে তো শেষ নয়, পুড়ে ছাই জীবনের দাম ১ কোটি ২৫ লক্ষ! বড় ঘোষণা করল Air India

Air India দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১ কোটি টাকার সঙ্গে অতিরিক্ত ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করল TATA গ্রুপ। ইতিহাসের ভয়াবহতম বিমান দুর্ঘটনার পর এমন মানবিক পদক্ষেপ নজিরবিহীন।

Debapriya Nandi Sarkar

Air India : গত বৃহস্পতিবার দুপুরে যে বিমান দুর্ঘটনাটি ঘটল, তা ভারতের ইতিহাসে অন্যতম ভয়ানক। প্যারিস থেকে দিল্লি হয়ে আহমেদাবাদে পৌঁছনোর পর AI-171 নামের এয়ার ইন্ডিয়ার বিমানটি লন্ডনের উদ্দেশে রওনা দেয়। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪১ জন যাত্রীর। শুধুমাত্র একজন বেঁচে আছেন, বাকিরা আর ফিরবেন না। এই দুর্ঘটনায় বিমানটি ভেঙে পড়ে বিজে হাসপাতালের হস্টেলের ওপর। সেখানেও মারা যান কয়েকজন মেডিক্যাল ছাত্রছাত্রী। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শেষ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৭০।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

শুরুতেই ১ কোটি টাকা ক্ষতিপূরণ

TATA গ্রুপ, যারা Air India-র মালিক, দুর্ঘটনার পরপরই নিজেদের দুঃখপ্রকাশ করে এবং নিহতদের পরিবারপিছু ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে। শুধু তাই নয়, হস্টেলের ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণেরও প্রতিশ্রুতি দেয় তারা। এত বড় বিপর্যয়ের পর সংস্থার এই ভূমিকা প্রশংসা কুড়োয় নানা মহলে।

এবার আরও ২৫ লক্ষ টাকার সাহায্য

তবে এখানেই থামেনি Air India। শনিবার তাদের এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়, নিহতদের পরিবারকে অতিরিক্ত ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি, একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তিকেও এই অর্থ সাহায্য দেওয়া হবে। এই ২৫ লক্ষ টাকা মূলত তৎক্ষণাৎ প্রয়োজনীয় খরচ মেটানোর জন্য দেওয়া হচ্ছে, যাতে পরিবারের সদস্যরা আর্থিক সমস্যায় না পড়েন। Air India-র পক্ষ থেকে জানানো হয়েছে, “এটি TATA Sons-এর ঘোষিত ১ কোটি টাকার ক্ষতিপূরণের পাশাপাশি আরও একটি মানবিক উদ্যোগ।”

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

‘মানুষ পাশে দাঁড়ান, সংস্থা নয়’

এই ধরনের ট্র্যাজেডিতে অর্থ দিয়ে কাউকে ফেরানো যায় না, সেটা সকলেই জানেন। কিন্তু সংস্থার এই সহানুভূতিপূর্ণ পদক্ষেপ নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা দেয়। শুধু ‘বড় সংস্থা’ নয়, TATA যেন বারবার প্রমাণ করে—তারা ‘বড় মন’-এর সংস্থা। এই ঘটনা আবারও দেখিয়ে দিল, কেবল ব্যবসা নয়, মানুষের পাশে দাঁড়ানোই সত্যিকারের কর্পোরেট দায়বদ্ধতা।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।