TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Covid Symptom : শ্বাসকষ্ট নয়, পেট খারাপ! নতুন করোনা লক্ষণ বুঝবেন কিভাবে? জানুন

ভ্যাকসিন নিয়েও সংক্রমণ কেন? উপসর্গহীন এই নতুন করোনার ধরন কেন চিন্তার কারণ হয়ে উঠছে? জানুন কেন ২০২৫ সালে আবার বাড়ছে আতঙ্ক।

Debapriya Nandi Sarkar

Covid Symptom : বছর পাঁচেক আগে গন্ধ-স্বাদ হারিয়ে বহু মানুষ বুঝেছিলেন, তাঁদের শরীরে বাসা বেঁধেছে করোনাভাইরাস। কিন্তু এবার? সংক্রমণ ছড়াচ্ছে আগের থেকেও বেশি, অথচ উপসর্গ প্রায় নেই! অনেকে বুঝতেই পারছেন না, তাঁরা আক্রান্ত।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, মাত্র ১০ দিনের মধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৭ থেকে বেড়ে হয়েছে ৪,৩০২। মৃত্যু হয়েছে সাতজনের। কিন্তু মানুষ এখনও আগের মতোই অসতর্ক!

উপসর্গ পাল্টেছে, পেট খারাপই এখন সবচেয়ে বড় সংকেত!

চিকিৎসকদের মতে, এবার আর সর্দি-কাশি নেই, নেই হাঁচি-জ্বরের ঝুঁকিও। তার বদলে আক্রান্তদের সমস্যা হচ্ছে টানা পেট খারাপ, গলা ধরে আসা বা হালকা শ্বাসকষ্ট। কিছু ক্ষেত্রে শরীরের অতিরিক্ত ক্লান্তিভাব বা গ্যাস্ট্রোইনটেস্টিনাল সমস্যাও দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মত, এটাই এখনকার ‘নতুন করোনা’। এমনকি, বহু মানুষ উপসর্গহীনভাবে আক্রান্ত হচ্ছেন— যা আরও ভয়াবহ।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

নতুন ভাইরাসের খেলা! ভ্যাকসিনের রক্ষাকবচকে ভেদ করছে সাবভ্যারিয়েন্ট

বিশেষজ্ঞদের মতে, ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট NF.7 এবং NB.1.8.1 মূলত এই সংক্রমণের জন্য দায়ী। দক্ষিণ ও পশ্চিম ভারতের দিক থেকে ছড়িয়ে উত্তর ভারতের দিকেও যাচ্ছে এই নতুন স্ট্রেন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর ডিরেক্টর ডঃ রাজীব বহেল জানিয়েছেন, এই ভাইরাসগুলি ভ্যাকসিন-সৃষ্ট অ্যান্টিবডিকে ফাঁকি দিয়ে শরীরে সংক্রমণ ঘটাতে সক্ষম। WHO-র প্রাক্তন প্রধান গবেষক ডঃ সৌম্যা স্বামীনাথন বলেন, বহুবার সংক্রমণের ফলে শরীরে কিছুটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হলেও, ভাইরাস তার রূপ বদলাচ্ছে বলেই বিপদ থাকছে।

তাহলে ভ্যাকসিন কেন কাজ করছে না?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভ্যাকসিনের ইমিউনিটি কমে গিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। নতুন ভ্যারিয়েন্টগুলির রূপান্তর এত দ্রুত হচ্ছে যে, তা আগের অ্যান্টিবডিকে পরাস্ত করতে পারছে। ঋতু পরিবর্তনের সঙ্গেও ভাইরাল ইনফেকশন সক্রিয় হয়ে উঠছে।

টেস্ট হচ্ছে কতটা?

সরকারি নির্দেশিকা অনুযায়ী এখনও RT-PCR, র‍্যাপিড অ্যান্টিজেন এবং মাল্টিপ্লেক্স পিসিআর টেস্ট চালু রয়েছে। কিন্তু সংক্রমণের হারে যে হারে বৃদ্ধি হচ্ছে, সেই তুলনায় টেস্ট যথেষ্ট হচ্ছে না বলেই মনে করছেন চিকিৎসকেরা।

কী করণীয় এখন?

হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা এখনও তুলনামূলকভাবে কম, তবে সরকার সমস্ত হাসপাতালকে সতর্ক থাকতে বলেছে। পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ ও ভেন্টিলেশন মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণ নাগরিকদের উদ্দেশে বিশেষ বার্তা:

  • ভিড় এড়িয়ে চলুন
  • মাস্ক পরুন
  • স্যানিটাইজার ব্যবহার করুন
  • অকারণে উপসর্গ দেখলে করোনা পরীক্ষা করান

উল্লেখ্য, ২০২৫-এ দাঁড়িয়ে কোভিড আবার রূপ বদলে আঘাত হানছে। আতঙ্ক নয়, সচেতনতাই একমাত্র রক্ষাকবচ। কারণ ভাইরাস থাকবে—কিন্তু সচেতন মানুষই পারে তার রাস্তায় বাঁধা দিতে। ভ্যাকসিনই সব নয়, সাবধানতাই এখন সবচেয়ে বড় হাতিয়ার।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।